Bus Accident in Kolkata

আবার কলকাতায় বাস দুর্ঘটনা! কাঁকুড়গাছিতে লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ, আহত কয়েক জন

যাত্রীদের অভিযোগ, দ্রুতগতিতে চলছিল বাসটি। আচমকাই লেন পরিবর্তন করে অন্য দিকে চলে যায়। সেই সময়ই দুর্ঘটনা ঘটে।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:২৩
কলকাতায় বার বার বাস দুর্ঘটনার ঘটনা প্রকাশ্যে আসছে।

কলকাতায় বার বার বাস দুর্ঘটনার ঘটনা প্রকাশ্যে আসছে। —প্রতীকী চিত্র।

ফের কলকাতায় দুর্ঘটনা। কাঁকুড়গাছি রেলব্রিজের নীচে একটি যাত্রিবাহী বেসরকারি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ লরির। ঘটনায় আহত হয়েছেন কয়েক জন যাত্রী। ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

Advertisement

জানা গিয়েছে, রবিবার রাতে যাত্রিবাহী একটি বাস উল্টোডাঙার দিকে যাচ্ছিল। কাঁকুড়গাছি রেলব্রিজের নীচে দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয় সেটির। দুমড়ে-মুচড়ে যায় বাসের সামনের অংশ।

যাত্রীদের অভিযোগ, দ্রুতগতিতে চলছিল বাসটি। আচমকাই লেন পরিবর্তন করে অন্য দিকে চলে যায়। সেই সময় উল্টো দিক থেকে একটি লরি আসছিল। শেষ সময়ে ব্রেক কষেও লাভ হয়নি। মুখোমুখি ধাক্কা লাগে। ঘটনার পরই পলাতক বাস এবং লরির চালক। পালিয়েছেন বাসের কন্ডাক্টরও। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।

কলকাতায় বার বার বাস দুর্ঘটনার ঘটনা ঘটছে। গত মাসেই যাদবপুরে মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার পথে বাসের ধাক্কায় মৃত্যু হয় এক মহিলার। অল্পের জন্য প্রাণে বাঁচে বছর চারেকের শিশুকন্যা। তার দিন কয়েক আগেই তেলেঙ্গাবাগানে বেপরোয়া বাসের ধাক্কায় গুরুতর আহত হন এক মহিলা। স্থানীয়দের অভিযোগ, দু’টি বাসের রেষারেষির জেরেই দুর্ঘটনা ঘটেছিল। এলাকায় বেপরোয়া গতিতে বাস চললেও ট্র্যাফিক পুলিশ কোনও ব্যবস্থা নেয় না বলে অভিযোগ তাঁদের। গত বছর নভেম্বরে সল্টলেকে দুই বাসের রেষারেষিতে আয়ুষ পাইক নামে এক চতুর্থ শ্রেণির পড়ুয়ার মৃত্যু হয়েছিল। তবে তাতেও কমানো যায়নি বাস রেষারেষির ঘটনা। বাসের রেষারেষি রুখতে কড়া পদক্ষেপও করে সরকার। বিভিন্ন বাসমালিকদের সংগঠনের সঙ্গে বৈঠক করেন রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এবং কলকাতার মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। কয়েক দফা নির্দেশিকাও জারি করা হয়। কিন্তু তার পরও বাসচালকদের হুঁশ ফেরেনি, তা রবিবারের ঘটনা আরও এক বার প্রমাণ করল।

Advertisement
আরও পড়ুন