Bull Attack

ষাঁড়ের তাণ্ডবে আতঙ্ক ছড়াল লখনউয়ে, হামলায় আহত ১২

ঘটনাটি ঘটেছে লখনউয়ের রাকাবগঞ্জ এলাকায়। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, আচমকাই এক পথচারীর উপর হামলা চালায় ষাঁড়টি। তাঁকে রাস্তায় ফেলে গুঁতোতে শুরু করে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৮ অগস্ট ২০২৪ ১৭:৫১
ষাঁড়ের তাণ্ডব। ছবি: সংগৃহীত।

ষাঁড়ের তাণ্ডব। ছবি: সংগৃহীত।

উত্তরপ্রদেশের লখনউয়ে ষাঁড়ের তাণ্ডবে আতঙ্ক ছড়াল। লোকালয়ে ঢুকে একের পর এক পথচারীর উপর হামলা চালায় প্রাণীটি। স্থানীয় সূত্রে খবর, সেই হামলায় ১২ জন জন আহত হয়েছেন।

Advertisement

ঘটনাটি ঘটেছে লখনউয়ের রাকাবগঞ্জ এলাকায়। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, আচমকাই এক পথচারীর উপর হামলা চালায় ষাঁড়টি। তাঁকে রাস্তায় ফেলে গুঁতোতে শুরু করে। এই দৃশ্য দেখে স্থানীয় এক ব্যক্তি ওই পথচারীকে বাঁচাতে যান। তাঁর উপরও হামলা চালায় ষাঁড়। কোনও রকমে ষাঁড়ের হামলা থেকে নিজেকে বাঁচিয়ে একটি নিরাপদ জায়গায় আশ্রয় নেন।

স্থানীয় সূত্রে খবর, ষাঁড়ের হামলার ঘটনা এলাকায় ছড়িয়ে পড়তেই আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। ষাঁড়ের তাণ্ডবের খবর স্থানীয় প্রশাসনের কাছে পৌঁছয়। পুরসভা থেকে লোকজন এসে ষাঁড়টিকে বাগে আনার চেষ্টা করেন। কিন্তু প্রাণীটিকে বাগে আনতে গিয়ে সেটির হামলায় কয়েক জন কর্মী আহত হয়েছেন। প্রাণীকল্যাণ দফতরেও খবর দেন স্থানীয়েরা। বেশ কিছু ক্ষণের চেষ্টায় ষাঁড়টিকে বাগে আনেন প্রাণীকল্যাণ দফতরের কর্মীরা। তার পর ষাঁড়টিকে উদ্ধার করে কানহা উপবন গোশালায় নিয়ে যাওয়া হয়। ষাঁড়ের তাণ্ডবের ঘটনা নিয়ে সরব হয়েছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। রাজধানীতে পথপশুদের সংখ্যাবৃদ্ধি নিয়ে সরকারের উদ্যোগ নিয়ে প্রশ্ন তুলেছেন।

আরও পড়ুন
Advertisement