Hateful Content

ঘৃণাভাষণ ছড়াচ্ছেন বিজেপির আট পদাধিকারী! কংগ্রেসের অভিযোগে নোটিস পাঠাল ছত্তীসগঢ় পুলিশ

পুলিশের কাছে হাজিরা দেওয়ার নোটিস পাঠানো হয়েছে অভিযুক্তদের। সমাজমাধ্যমে তাঁরা যে সমস্ত ‘উস্কানিমূলক’ পোস্ট করেছেন, সেই সংক্রান্ত তথ্যও পুলিশের কাছে জমা দিতে হবে।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২৩ ১৮:৪৬
Representational picture of hateful content via social media

নোটিসে জানানো হয়েছে, সমাজমাধ্যমে ‘উস্কানিমূলক’ পোস্টের তথ্যও পুলিশের কাছে জমা দিতে হবে অভিযুক্ত বিজেপি পদাধিকারীদের। প্রতীকী ছবি।

সমাজমাধ্যমে নানাবিধ পোস্টের সাহায্যে ‘ঘৃণাভাষণ’ ছড়াচ্ছেন বিজেপির আট পদাধিকারী। এমনকি, রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেশ বঘেলের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যও করেছেন তাঁরা। কংগ্রেসের এমন অভিযোগের ভিত্তিতে ছত্তীসগঢ়ের ওই আট বিজেপি পদাধিকারীকে নোটিস পাঠাল পুলিশ।

সংবাদমাধ্যমে পুলিশ জানিয়েছে, অভিযুক্তেরা হলেন ছত্তীসগঢ় বিজেপির মুখপাত্র সঞ্জয় শ্রীবাস্তব, দলের কোষাধ্যক্ষ নন্দন জৈন, ওই রাজ্যে বিজেপির আইটি সেলের দায়িত্বে থাকা সুনীল পিল্লাই, বিজেপি ট্রেড সেলের সভাপতি তথা মুখপাত্র কেদারনাথ গুপ্ত, বিজেপি যুবমোর্চার সভাপতি যোগী সাহু, মোর্চার বিভাগীয় কো-অর্ডিনেটর কমল শর্মা, ডিডি নগর যুব মোর্চার সভাপতি শুভঙ্কর এবং দলের কর্মী বিট্টু পাণিগ্রাহী।

Advertisement

সংবাদ সংস্থা সূত্রে খবর, অভিযুক্তদের পুলিশের কাছে হাজিরা দেওয়ার নোটিস পাঠানো হয়েছে। পাশাপাশি, ওই নোটিসে এ-ও বলা হয়েছে, সমাজমাধ্যমে তাঁরা যে সমস্ত ‘উস্কানিমূলক’ পোস্ট করেছেন, সেই সংক্রান্ত তথ্যও পুলিশের কাছে জমা দিতে হবে।

ঘটনাচক্রে, শুক্রবার এই নোটিস পাঠানোর আগে রাইপুর পুলিশের কাছে বিজেপির বিরুদ্ধে কংগ্রেসের অভিযোগ ছিল, পদ্মশিবিরের টুইটার হ্যান্ডল-সহ সমাজমাধ্যমে ঘৃণাভাষণ সম্বলিত পোস্ট করছেন ওই আট জন।

Advertisement
আরও পড়ুন