Kalyan Banerjee

‘বরখাস্ত করুন কল্যাণকে’, লোকসভার স্পিকার ওমকে চিঠি অভিজিৎ-সহ তিন জন বিজেপি সাংসদের

লোকসভার এথিক্স কমিটিকে তদন্ত এবং পদক্ষেপ করার নির্দেশ দেওয়ার পাশাপাশি স্পিকারের কাছে কল্যাণের বিরুদ্ধে এফআইআরের আর্জি জানিয়েছেন অভিজিতেরা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২৪ ১৯:৪৯
BJP MPs of JPC write to Lok Sabha Speaker seeking TMC MP Kalyan Banerjee’s suspension from Lok Sabha and lodging of FIR

(বাঁ দিক থেকে) কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ওম বিড়লা, অভিজিৎ গঙ্গোপাধ্যায়। —ফাইল ছবি।

তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এক দিনের সাসপেনশনের শাস্তি ‘যথেষ্ট নয়’ বলে মনে করছে বিজেপি। তাঁকে বরখাস্ত করার দাবিতে বুধবার ওয়াকফ বিল সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি)-র বিজেপি সদস্যেরা লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়েছেন। পাশাপাশি, সংসদীয় বিধি মেনে শ্রীরামপুরের তৃণমূল সাংসদের বিরুদ্ধে পুলিশে এফআইআর দায়ের করার আর্জিও জানানো হয়েছে।

Advertisement

বিজেপির অভিযোগ, মঙ্গলবার ওয়াকফ বিল সংক্রান্ত বৈঠক চলাকালীন কাচের বোতল ভেঙে জেপিসির চেয়ারম্যান তথা বিজেপি সাংসদ জগদম্বিকা পালের দিকে ছুড়ে মেরেছিলেন কল্যাণ। বোতল ভাঙার সময় কাচের টুকরোয় হাত কেটে যায় কল্যাণে। ছ’টি সেলাই দিতে হয়। জেপিসির সদস্য বিজেপির তিন সাংসদ— অভিজিৎ গঙ্গোপাধ্যায়, নিশিকান্ত দুবে এবং অপরাজিতা সারঙ্গি স্পিকারকে চিঠি লিখে কল্যাণের বিরুদ্ধে সংসদীয় বিধির ৩১৬বি(এ) ধারায় লোকসভার এথিক্স কমিটিকে তদন্ত এবং প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দেওয়ার অনুরোধ করেছেন।

বিজেপির তিন সাংসদ চিঠিতে লিখেছেন, কল্যাণের আচরণ ‘ক্ষমার অযোগ্য হিংসাত্মক’ ছিল। এ ক্ষেত্রে কঠোর পদক্ষেপের প্রয়োজনীয়তার কথা জানিয়ে অভিজিতদের সুপারিশ, এথিক্স কমিটির রিপোর্টের ভিত্তিতে শ্রীরামপুরের তৃণমূল সাংসদকে বরখাস্ত করা উচিত। এর পাশাপাশি কল্যাণের বোতল ছোড়ার ঘটনার বিরুদ্ধে ফৌজদারি আইন অনুযায়ী পদক্ষেপেরও দাবি তুলেছেন অভিজিতেরা। লিখেছেন, ‘গুন্ডামি, হিংসা এবং প্রাণঘাতী আক্রমণের অভিযোগে তাঁর (কল্যাণ) বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশি হেফাজতে নিয়ে দক্ষ আইন প্রণয়নকারী সংস্থার সাহায্যে তদন্ত করানো যেতে পারে’।

Advertisement
আরও পড়ুন