Meerut Murder Case

পর্দার রাম জেলে গিয়ে রামায়ণ হাতে দিতেই কেঁদে ফেললেন সৌরভ খুনে অভিযুক্ত মুস্কান এবং সাহিল!

মেরঠের ওই জেলে গিয়েছিলেন পর্দার রাম তথা বিজেপি সাংসদ অরুণ গোভিল। তিনি জেলের বন্দিদের হাতে রামায়ণ তুলে দেন। মুস্কান এবং সাহিলকেও দেন রামায়ণ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩১ মার্চ ২০২৫ ১৪:৪৩
সৌরভ রাজপুত খুনে ধৃত সাহিল শুক্ল, মুস্কান রস্তোগী।

সৌরভ রাজপুত খুনে ধৃত সাহিল শুক্ল, মুস্কান রস্তোগী। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

প্রায় দু’সপ্তাহ ধরে মেরঠের চৌধরি চরণ সিংহ জেলা জেলে রয়েছেন মুস্কান রস্তোগী এবং সাহিল শুক্ল। এই ক’দিন আত্মীয়-পরিজন থেকে বন্ধুবান্ধব, কেউ দেখা করতে আসেননি সৌরভ রাজপুত খুনে অভিযুক্তদের সঙ্গে। রবিবার প্রথম জেলের বাইরে কারও সঙ্গে সাক্ষাৎ হল মুস্কান এবং সাহিলের। মেরঠের ওই জেলে গিয়েছিলেন পর্দার রাম তথা বিজেপি সাংসদ অরুণ গোভিল। তিনি জেলের বন্দিদের হাতে রামায়ণ তুলে দেন। মুস্কান এবং সাহিলকেও দেন রামায়ণ। পর্দার রামের দাবি, তাঁর সঙ্গে দেখা হওয়ার পরে ‘আবেগপ্রবণ’ হয়ে পড়েন দুই বন্দি। কেঁদে ফেলেন মুস্কান এবং সাহিল।

Advertisement

পর্দায় রামায়ণ ধারাবা রামের চরিত্রে অভিনয় করেছিলেন গোভিল। ২০২৪ লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের মেরঠ-হাপুর কেন্দ্রে বিজেপির টিকিটে প্রার্থী হয়েছিলেন তিনি। জয়ীও হয়েছেন গোভিল। দেড় মাস আগে ‘ঘরে ঘরে রামায়ণ’ কর্মসূচি শুরু করেছেন পর্দার রাম। সেই কর্মসূচিতে তিনি তাঁর লোকসভা কেন্দ্রের সব বাড়িতে গিয়ে লোকজনের হাতে রামায়ণ তুলে দিচ্ছেন। সূত্রের খবর, এখন পর্যন্ত ওই এলাকায় রামায়ণের ১১ হাজার প্রতিলিপি বিলি করেছেন। জেল সূত্রে জানা গিয়েছে, রবিবার বন্দিদের রামায়ণের ১,৫০০ প্রতিলিপি দেন গোভিল। তাঁকে দেখে ‘জয় শ্রীরাম’ ধ্বনি তোলেন বন্দিরা। সে সময়ই মুস্কান এবং সাহিলের সঙ্গেও দেখা হয় গোভিলের।

গোভিল জানিয়েছেন, জেলে কোনও বন্দির সঙ্গেই আলাদা করে তাঁর কোনও কথা হয়নি। তবে মুস্কান এবং সাহিল তাঁকে দেখে ‘আবেগপ্রবণ’ হয়ে পড়েন। তিনি জানিয়েছেন, সকল বন্দিই রামায়ণ পেয়ে খুশি। তাঁর কথায়, ‘‘রামায়ণের বাণী যদি প্রচার করা যায়, তা হলে সমাজে পরিবর্তন আসতে বাধ্য।’’ তিনি এ-ও জানিয়েছেন, দৈনন্দিন জীবনে রামায়ণের শিক্ষা কাজে লাগাতে হবে।

গত ১৮ মার্চ মার্চেন্ট নেভি অফিসার সৌরভের খুনের বিষয়টি প্রকাশ্যে আসে। ১৯ মার্চ গ্রেফতার হন মুস্কান এবং তাঁর প্রেমিক সাহিল। সেই থেকে দু’জনে মেরঠের জেলে রয়েছেন। জেলের তরফে জানানো হয়েছে, দুই অভিযুক্ত মাদকাসক্ত। জেলবাসের প্রথম দিকে তাঁরা প্রায়ই মাদকের জন্য ছটফট করতেন বলে জেল সূত্রে খবর। চিকিৎসার পরে এখন অনেকটাই ঠিক হয়েছেন। অভিযোগ, স্বামী সৌরভকে মাদক খাইয়ে খুন করে তাঁর দেহ ড্রামে ভরে রেখে দিয়েছিলেন মুস্কান। ড্রামে ঢেলে দিয়েছিলেন সিমেন্ট। এই কাজে সাহায্য করেছিলেন প্রেমিক সাহিল। সকলের চোখে ধুলো দিতে সাহিলের সঙ্গে মুস্কান গিয়েছিলেন হিমাচলে বেড়াতে। শেষ পর্যন্ত ধরা পড়েন দু’জন।

Advertisement
আরও পড়ুন