Tripura

মুখ্যমন্ত্রী মানিকের ছেড়ে দেওয়া রাজ্যসভা আসনে ত্রিপুরায় বিজেপি প্রার্থী প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব

জুন মাসে মুখ্যমন্ত্রী মানিক সাহা রাজধানী আগরতলার বড়দোয়ালি বিধানসভা কেন্দ্র থেকে উপনির্বাচনে জয়ী হন। এর পরই জল্পনা তৈরি হয়েছিল, বিপ্লবকে দেবকে রাজ্যসভায় পাঠানো হবে।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২২ ১৩:৪৮
মানিক সাহা এবং বিপ্লব দেব।

মানিক সাহা এবং বিপ্লব দেব। ফাইল চিত্র।

ত্রিপুরায় রাজ্যসভা উপনির্বাচনে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে প্রার্থী করল বিজেপি। শুক্রবার দলের তরফে তাঁর নাম ঘোষণা করা হয়। আগামী ২২ সেপ্টেম্বর ত্রিপুরার এক মাত্র রাজ্যসভা আসনটিতে উপনির্বাচন হবে।

গত ১৪ মে বিপ্লবকে সরিয়ে রাজ্যসভার সাংসদ তথা ত্রিপুরা বিজেপির সভাপতি মানিক দেবকে মুখ্যমন্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। মুখ্যমন্ত্রী হওয়ার পরে রাজ্যসভা সাংসদ পদে ইস্তফা দিয়েছিলেন মানিক। ফলে ওই আসনে উপনির্বাচন অনিবার্য হয়ে পড়ে।

Advertisement

জুন মাসে মুখ্যমন্ত্রী মানিক রাজধানী আগরতলার বড়দোয়ালি বিধানসভা কেন্দ্র থেকে উপনির্বাচনে জয়ী হন। এর পরই জল্পনা তৈরি হয়েছিল, উত্তর-পূর্বাঞ্চলের বাঙালি-গরিষ্ঠ রাজ্যের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী বিপ্লবকে রাজ্যসভায় পাঠানো হবে।

৬০ আসনের ত্রিপুরায় বিজেপি গত বিধানসভা নির্বাচনে ৪৪টিতে জয় পেয়েছিল। জুন মাসে উপনির্বাচনে পদ্ম-শিবির ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়া প্রাক্তন মন্ত্রী সুদীপ রায়বর্মন আগরতলা কেন্দ্রটি ছিনিয়ে নিলেও পরিষদীয় পাটিগণিত বলছে, রাজ্যসভায় বিপ্লবের জয় কার্যত নিশ্চিত। প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব বর্তমানে বনমালীপুর কেন্দ্রের বিধায়ক। রাজ্যসভায় নির্বাচিত হলে ছ’মাসের মধ্যে কোনও একটি পদ ছাড়তে হবে তাঁকে।

Advertisement
আরও পড়ুন