Congress

দু’কোটির ছবি প্রসঙ্গে প্রশ্নের মুখে কংগ্রেস

সুরাত দায়রা আদালতে  গিয়েছিলেন রাহুল গান্ধী। সঙ্গে বোন প্রিয়ঙ্কা গান্ধী বঢরা ছাড়াও আজ আদালতের পথে সঙ্গী হন তিন রাজ্যের মুখ্যমন্ত্রী, দিগ্বিজয় সিংহের মতো কংগ্রেসের শীর্ষ নেতারা।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২৩ ০৮:১২
Congress

গান্ধী পরিবারের বিরুদ্ধে আক্রমণ শানালেন বিজেপি নেতৃত্ব। ফাইল চিত্র।

আদালতে হাজিরা দিতে যাওয়া রাহুল গান্ধীর সঙ্গে কেন উপস্থিত তিন মুখ্যমন্ত্রী। সনিয়া গান্ধীর চিকিৎসার খরচ ওঠাতে ব্যাঙ্কের কর্ণধারকে কেন বাধ্য করা হয়েছিল ছবি কিনতে। এই দুই অভিযোগ সামনে রেখে আজ গান্ধী পরিবারের বিরুদ্ধে আক্রমণ শানালেন বিজেপি নেতৃত্ব।

ম্যাজিস্ট্রেট আদালতের রায়ের বিরুদ্ধে আবেদন জানাতে আজ সুরাত দায়রা আদালতে গিয়েছিলেন রাহুল গান্ধী। সঙ্গে বোন প্রিয়ঙ্কা গান্ধী বঢরা ছাড়াও আজ আদালতের পথে সঙ্গী হন তিন রাজ্যের মুখ্যমন্ত্রী, দিগ্বিজয় সিংহের মতো কংগ্রেসের শীর্ষ নেতারা। গান্ধী পরিবারের সদস্য বলেই রাহুলের জন্য বিশেষ খাতির কি না, সেই প্রশ্ন তুলে সরব হয়েছেন বিজেপি নেতৃত্ব। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের প্রশ্ন, ‘‘অতীতে প্রাক্তন প্রধানমন্ত্রী নরসিংহ রাও, প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরমের মতো নেতারা আদালতে হাজিরা দিয়েছেন। তাঁরা জেলেও গিয়েছেন। কই, তাঁদের সঙ্গে তো কোনও নেতাকে যেতে দেখা যায়নি। গান্ধী পরিবারের সদস্য বলেই রাহুলকে বিশেষ খাতির? গান্ধী পরিবার কি দেশের চাইতেও বড়?’’ পরিবারবাদের সমালোচনায় বিজেপির অন্য অভিযোগটি অতীতের। বিজেপির অভিযোগ, ইউপিএ জমানায় বিদেশে সনিয়ার চিকিৎসার খরচ জোগাড় করতে ইয়েস ব্যাঙ্কের কর্ণধার রানা কপূরকে দু’কোটি টাকা দিয়ে ছবি কিনতে বাধ্য করেছিলেন তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী ও কংগ্রেসের নেতারা। বিজেপি গতকালই দাবি করেছিল, কংগ্রেস তথা গান্ধী পরিবারের দুর্নীতির পুরো কাহিনি ধাপে ধাপে সামনে নিয়ে আসতে চলেছে দল। ইউপিএ জমানায় টুজি কেলেঙ্কারি, কয়লা, একশো দিনের কাজে দুর্নীতির বিষয়গুলি গত কাল তুলে ধরার পরে আজ ‘কংগ্রেস ফাইলস-২’ ভিডিয়ো সামনে নিয়ে আসে বিজেপি। অভিযোগ, প্রিয়ঙ্কার চাপে এম এফ হুসেনের একটি ছবি দু’কোটি টাকায় কিনতে বাধ্য হন ইয়েস ব্যাঙ্কের কর্ণধার রানা কপূর।

Advertisement

রানার বিরুদ্ধে আর্থিক তছরুপ মামলায় ই়ডি যে চার্জশিট জমা দিয়েছিল, তাতে বলা হয়েছিল, কপূর তাঁদের জানান ইউপিএ জমানায় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মুরলী দেওরা কপূরকে হুসেনের আঁকা ছবি কেনার জন্য চাপ দেন। ওই ছবি কেনার জন্য চাপ দিয়েছিলেন সনিয়ার ব্যক্তিগত সচিব আহমেদ পটেলও। এমনকি, ওই ছবি কিনে গান্ধী পরিবারের পাশে থাকলে কপূরের পদ্মসম্মান পাকা বলে আশ্বাস দেন পটেল। গান্ধী পরিবার স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে সরকারি ক্ষমতার অপব্যবহার করেছে বলে ভিডিয়োয় অভিযোগ করেছেন বিজেপি নেতৃত্ব।

আরও পড়ুন
Advertisement