Pappu Yadav

আট ঘণ্টায় দু’বার! ফের খুনের হুমকি পেলেন সাংসদ পাপ্পু যাদব, অভিযোগ লরেন্স বিশ্নোই গ্যাংয়ের বিরুদ্ধে

অক্টোবরের শেষের দিকে খুনের হুমকি দেওয়া হয়েছিল সাংসদকে। সলমন খানের পাশে দাঁড়িয়ে বিশ্নোই গ্যাংয়ের হুমকি ফোনের বিরুদ্ধে সরব হয়েছিলেন পাপ্পু।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২৪ ১৬:৫৯
বিহারের সাংসদ পাপ্পু যাদব। ফাইল চিত্র।

বিহারের সাংসদ পাপ্পু যাদব। ফাইল চিত্র।

আবার খুনের হুমকি দেওয়া হল বিহারের পুর্ণিয়ার নির্দলীয় সাংসদ পাপ্পু যাদবকে। আবারও অভিযোগ উঠল লরেন্স বিশ্নোই গ্যাংয়ের বিরুদ্ধে। সাংসদের ব্যক্তিগত সচিব জানিয়েছেন, বুধবার রাত ২টো নাগাদ প্রথম হুমকি ফোন আসে। তার পর আবার বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ সাংসদকে খুনের হুমকি দিয়ে আবারও ফোন করা হয়েছে। তাঁর দাবি, হুমকি দেওয়া হয়েছে লরেন্স বিশ্নোই গ্যাংয়ের নাম করে। যিনি ফোন করেছিলেন, সেই ব্যক্তি নিজেকে বিশ্নোই গ্যাংয়ের সদস্য বলে দাবি করেন।

Advertisement

অক্টোবরের শেষের দিকে খুনের হুমকি দেওয়া হয়েছিল সাংসদকে। সলমন খানের পাশে দাঁড়িয়ে বিশ্নোই গ্যাংয়ের হুমকি ফোনের বিরুদ্ধে সরব হয়েছিলেন পাপ্পু। তিনি চ্যালেঞ্জ ছুড়েছিলেন যে, ২৪ ঘণ্টার মধ্যে বিশ্নোই গ্যাংকে নিশ্চিহ্ন করে দেবেন। তার কয়েক দিন পরেই সাংসদের কাছে হুমকি ফোন আসে বলে দাবি করেন। পুর্ণিয়ার সাংসদ দাবি করেন, তাঁকে হুমকি দিয়ে বলা হয়, সলমন খানের বিষয় থেকে দূরে থাকা উচিত। না হলে প্রাণনাশ হতে পারে। শুধু তা-ই নয়, তাঁর সমস্ত গতিবিধির উপর নজর রাখা হচ্ছে।

সেই হুমকি বার্তা পাওয়ার পরই কেন্দ্রের কাছে নিরাপত্তা বৃদ্ধির দাবি করেন সাংসদ। বর্তমানে পাপ্পু ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা পান। হুমকিবার্তা পাওয়ার পর তিনি জ়েড ক্যাটাগরির নিরাপত্তা দাবি করেছেন। গত অক্টোবরে সাংসদের হোয়াটস্‌অ্যাপে একটি অচেনা নম্বর থেকে হুমকি অডিয়ো আসে। আজ্জু লরেন্স নামে হোয়াটস্‌অ্যাপ অ্যাকাউন্টে ওই অডিয়ো ক্লিপ আসে। যে নম্বরটি থেকে হুমকি এসেছিল সেটি সংযুক্ত আরব আমিরশাহির মোবাইল নম্বর বলে প্রাথমিক ভাবে জানতে পারে পুলিশ। সেই ঘটনায় এক জনকে গ্রেফতারও করেছে পুলিশ।

Advertisement
আরও পড়ুন