Ayodhya Ram Temple Inauguration

বাবরি মসজিদ মামলাকারীও ব্রাত্য নন! রামমন্দির উদ্বোধনে আমন্ত্রণ পেলেন অযোধ্যার সেই ইকবাল

অযোধ্যায় মন্দির নির্মাণের দায়িত্বপ্রাপ্ত ‘শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট’-এর তরফে ইকবাল আনসারির কাছে আগামী ২২ জানুয়ারির উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হয়েছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২৪ ১০:৩৫

গ্রাফিক: সনৎ সিংহ।

বাবরি মসজিদ-রাম জন্মভূমি মামলায় অন্যতম প্রতিনিধি ছিলেন তিনি। মুসলিম পক্ষের প্রধান মামলাকারীদের মধ্যে এক জন সেই ইকবাল আনসারিকে আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হল।

Advertisement

অযোধ্যায় মন্দির নির্মাণের দায়িত্বপ্রাপ্ত ‘শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট’-এর তরফে শুক্রবার ইকবালকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়। অযোধ্যার রামপথের অদূরে কোটিয়া পাঞ্জিটোলা এলাকার বাসিন্দা ইকবাল শনিবার জানিয়েছেন, তাঁর কাছে পৌঁছে গিয়েছে আমন্ত্রণপত্র। ট্রাস্টের তরফে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) কর্মীরা ইকবালের বাড়ি গিয়ে তাঁর হাতে আমন্ত্রণপত্রটি তুলে দেন।

প্রসঙ্গত, গত ৩১ ডিসেম্বর শনিবার অযোধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানাতে দেখা গিয়েছিল বাবরি মসজিদ পক্ষের মামলাকারী ইকবালকে। সে দিন তিনি জানিয়েছিলেন, ২২ জানুয়ারির অনুষ্ঠানে আমন্ত্রণ পেলে যাবেন তিনি। আনসারি বলেছিলেন, ‘‘যদি আমন্ত্রণ পাই, অবশ্যই যাওয়ার ইচ্ছা আছে।’’ এর আগে ২০২০ সালের অগস্টে রামমন্দিরের শিলান্যাস এবং ভূমিপূজা অনুষ্ঠানের আমন্ত্রণও তাঁর কাছে গিয়েছিল। আনসারি সেই অনুষ্ঠানে যোগ দিয়ে বলেছিলেন, ‘‘ভগবান রামের ইচ্ছাতেই আমি আমন্ত্রণ পেয়েছি এবং তা গ্রহণ করেছি।’’

Advertisement
আরও পড়ুন