— প্রতিনিধিত্বমূলক ছবি।
কমল কণা দূষণ। ফলে ভারতে ৫১ দিন বাড়তে চলেছে গড় আয়ু! খুশির খবর জানাল শিকাগো বিশ্ববিদ্যালয়ের গবেষণা।
শিকাগো বিশ্ববিদ্যালয়ের ওই রিপোর্ট বলছে, ভারতে ২০২১ সালের তুলনায় ২০২২ সালে ১৯.৩ শতাংশ হ্রাস পেয়েছে কণা দূষণ। দূষণ হ্রাসের হারে বাংলাদেশের পরে বিশ্বের দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। আর এর জেরেই বেড়েছে ভারতীয়দের গড় আয়ু।
গত বেশ কিছু বছর ধরে দক্ষিণ এশিয়ার দেশগুলিতে সমীক্ষা চালাচ্ছে শিকাগোর এনার্জি পলিসি ইনস্টিটিউট। তাদেরই বার্ষিক রিপোর্টে উঠে এসেছে এমন তথ্য। কণা দূষণের পরিমাণ মাপা যায় ‘এয়ার কোয়ালিটি লাইফ ইনডেক্স’ অর্থাৎ বায়ু মান আয়ু সূচক দিয়ে। আর তাতেই দেখা গিয়েছে, সামগ্রিক ভাবে বায়ু দূষণ কমেছে ভারতে। ফলে অল্প হলেও বেড়েছে গড় আয়ু। তবে বায়ু মান সূচক বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিপদসীমা ছাড়িয়ে গেলে গড় আয়ু ৩.৬ বছর অবধিও কমে যেতে পারে বলে জানাচ্ছে ওই রিপোর্ট।
ভারতে ২০২২ সালে বাতাসে ২.৫ মাইক্রোন ব্যাসবিশিষ্ট সূক্ষ্ম বস্তুকণার ঘনত্ব ছিল প্রতি ঘনমিটারে ৯ মাইক্রোগ্রাম। ২০২১ সালের তুলনায় যা ১৯.৩ শতাংশ কম। দূষণ সবচেয়ে বেশি কমেছে পশ্চিমবঙ্গের পুরুলিয়া ও বাঁকুড়া জেলায়। এ ছাড়াও ঝাড়খণ্ডের ধানবাদ, পুরবি, বোকারো, পশ্চিম সিংভূম জেলাতেও বাতাসের মান আগের চেয়ে উন্নত হয়েছে। সেখানে সূক্ষ্ম বস্তুকণার ঘনত্ব অন্তত ২০ মাইক্রন কমেছে।
ভারতের সবচেয়ে দূষিত অঞ্চলগুলিতেও বিগত বছরগুলির তুলনায় দূষণ কমেছে ১৭.২ শতাংশ। তবে উত্তর ভারতের সমভূমি অঞ্চলের বাসিন্দারা যে হারে দূষিত বায়ুতে শ্বাস নিচ্ছেন, তাতে তাঁদের গড় আয়ু এর মধ্যেই ৫.৪ বছর কমে যেতে পারে। কিন্তু প্রতি বছর এত দ্রুত হারে দূষণ কমতে থাকলে ১.২ বছর পর্যন্তও বাড়তে পারে সেখানকার বাসিন্দাদের গড় আয়ু!
তবে আপাতত দূষণ রুখতে আশার আলো দেখাচ্ছে শিকাগো বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান। রিপোর্ট বলছে, যে সামান্য দূষণ কমেছে, তাতেই নাকি সামগ্রিক ভাবে গোটা দেশে গড় আয়ু বেড়েছে ৫১ দিন! ভবিষ্যতে দূষণ উত্তরোত্তর কমলে পাল্লা দিয়ে বাড়বে দেশবাসীর জীবৎকালও।