Mukhtar Ansari

মৃত্যুর দু’দিন আগে ছেলেকে ফোন করেছিলেন মুখতার? বিষপ্রয়োগের দাবির মধ্যেই ভাইরাল অডিয়ো ক্লিপ

গত ১৯ মার্চ নাকি মুখতারকে রাতের খাবারের সঙ্গে বিষ দেওয়া হয়েছিল, এমনই অভিযোগ করেছেন উমর। এই ব্যাপারে তাঁরা বিচার বিভাগের দ্বারস্থ হবেন বলেও জানান তিনি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৪ ১২:৪৩
মুখতার আনসারি।

মুখতার আনসারি। — ফাইল চিত্র।

জেলের মধ্যেই অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে গ্যাংস্টার তথা রাজনীতিবিদ মুখতার আনসারির। মৃত্যুর আগে বান্দা মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়েছিল তাঁকে। চিকিৎসকদের কথায়, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মুখতারের। কিন্তু পরিবার সেই তথ্য মানতে নারাজ। তাদের দাবি, বিষপ্রয়োগ করে খুন করা হয়েছে মুখতারকে। এই আবহে ফোনে কথোপকথনের একটি অডিয়ো ক্লিপ ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। দাবি করা হচ্ছে, সেটি মুখতার এবং তাঁর ছেলে উমর আনসারির মধ্যে শেষ কথোপকথন! যদিও এই অডিয়ো ক্লিপের সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। মৃত্যুর দু’দিন আগে ছেলেকে ফোন করেছিলেন মুখতার এমনই দাবি করা হচ্ছে।

Advertisement

কী কথা হয়েছে পিতা-পুত্রের মধ্যে? ভাইরাল হওয়া অডিয়ো ক্লিপে যে গলাটা মুখতারের বলে দাবি করা হচ্ছে, তাঁকে বলতে শোনা গিয়েছে, ‘‘গত ১০ দিন ধরে আমার শরীর ভাল নয়।’’ অপর গলাটি উমরের বলে দাবি করা হয়েছে। বাবার কথা শুনে উমরকে বলতে শোনা যায় যে, তাঁরা খুব তাড়াতাড়ি জেলে গিয়ে তাঁর (মুখতার আনসারি) সঙ্গে দেখা করবেন। তার পরই মুখতার তাঁর ছেলেকে জানান, হাঁটাচলা করতে পারছেন না তিনি। চলাফেরার জন্য হুইলচেয়ারের প্রয়োজন। তা শুনে উমর তাঁর বাবাকে আশ্বস্ত করেন। বলেন, ‘‘আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব জেলে দেখা করার অনুমতি পাওয়ার।’’ সেই সঙ্গে তিনি এ-ও জানান, রমজান মাসে যাতে মুখতার জেলের বাইরে আসতে পারেন, তাঁর ব্যবস্থাও করা হচ্ছে।

এই অডিয়ো ক্লিপ সমাজমাধ্যমে ছড়িয়া পড়তেই শোরগোল পড়ে গিয়েছে। অনেকেই দাবি করছেন, মুখতারকে জেলের মধ্যেই বিষ দেওয়া হয়েছে। আর সেটা বুঝতে পেরেই জেলের বাইরে আসতে চাইছিলেন প্রাক্তন বিধায়ক।

মুখতারের মৃত্যুর পর উমর দাবি করেছিলেন তাঁর বাবার মৃত্যুর খবর প্রশাসনের তরফে তাঁদের জানানো হয়নি। তিনি আরও বলেছিলেন, ‘‘দিন দু’য়েক আগেও আমি তাঁর (মুখতার আনসারি) সঙ্গে দেখা করতে জেলে গিয়েছিলাম। কিন্তু আমাকে দেখা করতে দেওয়া হয়নি। বিষ দেওয়ার অভিযোগের ব্যাপারে আমরা আগেও যা বলেছি, এখনও একই কথাই বলব।’’

গত ১৯ মার্চ নাকি মুখতারকে রাতের খাবারের সঙ্গে বিষ দেওয়া হয়েছিল, এমনই অভিযোগ করেছেন উমর। এই ব্যাপারে তাঁরা বিচার বিভাগের দ্বারস্থ হবেন বলেও জানান তিনি। মুখতারের কথায়, ‘‘বিচার বিভাগের প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে।’’

মুখতারের মৃত্যু নিয়ে উত্তরপ্রদেশের বিজেপি সরকারের বিরুদ্ধে সুর চড়াচ্ছেন বিরোধীরা। অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এমআইএম)-এর প্রধান আসাদউদ্দিন ওয়েইসি বলেন, ‘‘মুখতার প্রশাসনের বিরুদ্ধে বার বার গুরুতর অভিযোগ তুলেছেন। তাঁকে বিষ প্রয়োগ করা হচ্ছে বলে অভিযোগ করতেন। সরকার তাঁর চিকিৎসার দিকে কোনও মনোযোগ দেয়নি।’’ প্রাক্তন বিধায়কের মৃত্যুর ঘটনার বিচার বিভাগীয় তদন্ত চেয়েছেন সমাজবাদী পার্টি (এসপি)-র প্রধান অখিলেশ যাদব। শুক্রবার তিনি বলেন, ‘‘সুপ্রিম কোর্টের এক জন বিচারপতির নেতৃত্বে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করছি আমরা।’’

বিরোধীদের দাবি অবশ্য মানতে নারাজ বিজেপি। বিজেপি বিধায়ক তথা যোগী মন্ত্রিসভার প্রাক্তন সদস্য সিদ্ধার্থনাথ সিংহ শুক্রবার বলেন, ‘‘মুখতার আনসারির মতো এক জন অপরাধীর জন্য এসপি, কংগ্রেস এবং বিএসপির নেতারা এখন ঝাঁপিয়ে পড়ছেন। দুষ্কৃতীদের জন্য তাঁদের কতটা যন্ত্রণা রয়েছে, তা দেখাচ্ছেন। মুখতার আনসারির বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে। এমনকি আদালত তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। কিন্তু এখনও তাঁর প্রতি সহমর্মিতায় স্পষ্ট, এসপি, কংগ্রেস এবং বিএসপি কী ভাবে ‘মাফিয়া রাজে’র সমর্থক ছিল।’’

Advertisement
আরও পড়ুন