অখিলেশের সঙ্গে ধরম। ছবি: টুইটার থেকে নেওয়া।
তিন দিনের মধ্যে যোগী আদিত্যনাথ মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন বিজেপি-র তিন মন্ত্রী। মঙ্গলবার স্বামীপ্রসাদ মৌর্য এবং বুধবার দারা সিংহ চৌহানের পরে বৃহস্পতিবার পদত্যাগ করলেন ধর্ম সিংহ সাইনি। অন্য দু’জনের মতোই অখিলেশ যাদবের সমাজবাদী পার্টিতে শামিল হওয়ার হয়েছেন তিনি।
ঘটনাচক্রে, বিজেপি-ছুট তিন মন্ত্রীই অনগ্রসর জনগোষ্ঠীর। তিন জনেই মন্ত্রিসভা এবং দল ছাড়ার পর বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে দলিত এবং অনগ্রসর জনগোষ্ঠীর প্রতি বঞ্চনার অভিযোগ তুলেছেন। স্বামীপ্রসাদ এবং দারার মতোই ধর্মও কয়েক বছর আগে মায়াবতীর বিএসপি-র ছেড়ে বিজেপি-তে যোগ দিয়েছিলেন। চার বারের বিধায়ক ধর্ম ২০১৭ সালে সহারনপুর জেলার নকুর আসনে হারিয়েছিলেন প্রভাবশালী কংগ্রেস নেতা ইমরান মাসুদকে। মাসুদও সম্প্রতি অখিলেশের দলে যোগ দিয়েছেন।
‘सामाजिक न्याय’ के एक और योद्धा डॉ. धर्म सिंह सैनी जी के आने से, सबका मेल-मिलाप-मिलन करानेवाली हमारी ‘सकारात्मक और प्रगतिशील राजनीति’ को और भी उत्साह व बल मिला है। सपा में उनका ससम्मान हार्दिक स्वागत एवं अभिनंदन!
— Akhilesh Yadav (@yadavakhilesh) January 13, 2022
बाइस में समावेशी-सौहार्द की जीत निश्चित है! #मेला_होबे pic.twitter.com/2FDkLLNW93
বৃহস্পতিবার ধর্মের সঙ্গে বৈঠকের পরে অখিলেশ টুইটারে লিখেছেন, ‘সামাজিক ন্যায় প্রতিষ্ঠার লড়াইয়ের আর এক যোদ্ধা ধর্ম সিংহ সাইনিজির আগমনে আমাদের ইতিবাচক ও প্রগতিশীল রাজনীতি আরও উদ্দীপনা ও শক্তি পেল। সমাজবাদী পার্টিতে ওঁকে স্বাগত এবং আন্তরিক অভিনন্দন জানাচ্ছি! বাইশে (২০২২ সাল) সুসংহত সম্প্রীতির জয় নিশ্চিত!’
তিন মন্ত্রীর পাশাপাশি গত কয়েক দিনে বিজেপি ছাড়ার কথা ঘোষণা করেছেন আরও পাঁচ জন বিধায়ক। স্বামীপ্রসাদ ঘনিষ্ঠ রোশনলাল বর্মা, ভগবতীপ্রসাদ সাগর, ব্রিজেশ প্রজাপতি, বিনয় শাক্যর পরে বৃহস্পতিবার বিজেপি ছেড়ে সমাজবাদী পার্টিতে যোগদানের বার্তা দিয়েছেন অনগ্রসর জনগোষ্ঠীর বিধায়ক মুকেশ বর্মা।