UP Assembly Election 2022

UP Assembly Election 2022: অমেঠীতে অখিলেশের প্রার্থী গণধর্ষণ-কাণ্ডে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত প্রাক্তন মন্ত্রীর স্ত্রী

উত্তরপ্রদেশের খনিমন্ত্রী থাকাকালীন তাঁর বিরুদ্ধে অবৈধ খননে ছাড়পত্র দেওয়া-সহ একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছিল গায়ত্রীর বিরুদ্ধে।

Advertisement
সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২২ ১৯:৪৭
গ্রাফিক: সনৎ সিংহ।

গ্রাফিক: সনৎ সিংহ।

গণধর্ষণ-কাণ্ডের অপরাধী সমাজবাদী পার্টির নেতা গায়ত্রী প্রসাদ প্রজাপতির স্ত্রী মহারাজিকে উত্তরপ্রদেশ বিধানসভা ভোটে প্রার্থী করলেন অখিলেশ যাদব। তাঁকে একদা গাঁধী-নেহরু পরিবারের ‘দুর্গ’ অমেঠী থেকে টিকিট দেওয়া হয়েছে।

২০১২ সালের বিধানসভা ভোটে অমেঠী থেকে জিতে অখিলেশ মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছিলেন গায়ত্রী। উত্তরপ্রদেশের খনিমন্ত্রী থাকাকালীন তাঁর বিরুদ্ধে অবৈধ খননে ছাড়পত্র দেওয়া-সহ একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছিল। ২০১৭ সালের বিধানসভা ভোটে অমেঠীতে বিজেপি প্রার্থী গরিমা সিংহের কাছে হেরে যান গায়ত্রী। গত নভেম্বরে একটি গণধর্ষণের মামলায় তাঁকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন জেলের সাজা দেয় আদালত।

Advertisement

বিধানসভা ভোটে দাগি নেতার স্ত্রীকে সমাজবাদী প্রার্থী করায় প্রশ্ন উঠেছে। প্রসঙ্গত, এর আগে উন্নাও গণধর্ষণ-কাণ্ডে সাজাপ্রাপ্ত প্রাক্তন বিজেপি বিধায়ক কুলদীপ সিংহ সেঙ্গারের স্ত্রীকে বিজেপি উত্তরপ্রদেশের পঞ্চায়েত ভোটে প্রার্থী করায় প্রতিবাদ জানিয়েছিল সমাজবাদী পার্টি। বুধবার দ্বিতীয় দফায় ৩৬ আসনে প্রার্থী ঘোষণা করছে অখিলেশের দল। অযোধ্যায় প্রার্থী হচ্ছেন দলের ‘ব্রাহ্মণ মুখ’ পবন পাণ্ডে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement