Asauddin Owaisi

Asaduddin Owaisi: পেট্রলের দাম বৃদ্ধিতে দায়ী তাজমহল! আকবর বেকারত্বের জন্য! মোদীকে বিদ্রুপ ওয়েইসির

পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধি, বেকারত্বের মতো ইস্যুতে মোদী সরকারকে নিশানা করতে গিয়ে অভিনব কায়দায় কটাক্ষ করলেন মিম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৫ জুলাই ২০২২ ১৫:৫৩
গ্রাফিক সনৎ সিংহ।

গ্রাফিক সনৎ সিংহ।

সম্রাট শাহজাহান যদি তাজমহল না বানাতেন, তা হলে দেশে লিটার প্রতি পেট্রলের দাম হত ৪০ টাকা! মোদী সরকারকে কটাক্ষ করতে গিয়ে এ ভাষাতেই মন্তব্য করেছেন হায়দরাবাদের সাংসদ তথা মিম প্রধান আসাউদ্দিন ওয়েইসি।

ঠিক কী বলেছেন?

Advertisement

মোদী সরকারকে নিশানা করতে গিয়ে ওয়েইসি বলেছেন, ‘‘দেশের তরুণরা বেকার। মুদ্রাস্ফীতি বাড়ছে। ডিজেল লিটার প্রতি ১০২ টাকা। আসলে অওরঙ্গজেবই এ সবের জন্য দায়ী, প্রধানমন্ত্রী নন। বেকারত্বের জন্য দায়ী সম্রাট আকবর। লিটার প্রতি পেট্রল বিক্রি হচ্ছে ১০৪ টাকায়। তাজমহল যিনি বানিয়েছেন, তিনি দায়ী।’’

এর পরই মিম প্রধান বলেন, ‘‘যদি উনি তাজমহল না বানাতেন, তা হলে আজ লিটার প্রতি ৪০ টাকায় পেট্রল বিক্রি হত। মিস্টার প্রধানমন্ত্রী, আমি মানছি, উনি (শাহজাহান) তাজমহল বানিয়ে ভুল করেছেন। লাল কেল্লা বানিয়ে ভুল করেছেন। ওঁর উচিত ছিল অর্থ সঞ্চয় করে ২০১৪ সালে মোদীর হাতে তুলে দেওয়া। সব ইস্যুতে ওরা (বিজেপি) মুসলিমদের দায়ী করে, মুঘলদের দায়ী করে।’’

তাঁর কথায়, ‘‘ভারতে কি শুধু মুঘলরাই শাসন করেছে? অশোক করেননি? চন্দ্রগুপ্ত মৌর্য করেননি? কিন্তু বিজেপি শুধুই মুঘলদের দেখতে পায়। ওরা এক চোখে মুঘলদের দেখে, অন্য চোখে পাকিস্তানকে দেখে।’’ ওয়েইসি এও বলেছেন, ‘‘ভারতবর্ষকে আমরা ভালবাসি। ছেড়ে যাওয়ার জন্য যতই আপনারা স্লোগান দিন না কেন, আমরা ভারত ছাড়ব না। আমরা এখানেই থাকব, এখানেই মরব।’’

Advertisement
আরও পড়ুন