Attack on Arvind Kejriwal

‘দিল্লিতে এমন ভোটপ্রচার আগে দেখিনি’, গাড়িতে পাথর ছোড়ার ঘটনায় মুখ খুললেন কেজরী

কেজরীওয়ালের গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তাল রাজধানীর রাজনীতি। আপের অভিযোগ, ভোটে কেজরীকে পরাজিত করতে পারবে না, তাই তাঁকে ‘রাস্তা থেকে সরানো’র চেষ্টা করছে বিজেপি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২৫ ১৬:৩৩
Arvind Kejriwal said that Delhi has never seen such poll campaign

দিল্লিতে অরবিন্দ কেজরীওয়ালের গাড়ি লক্ষ্য করে ছোড়া হল পাথর। —ফাইল চিত্র।

ভোটপ্রচারে বেরিয়ে হামলার মুখোমুখি হয়েছিলেন আম আদমি পার্টির (আপ) প্রধান তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল! শনিবারের ঘটনা নিয়ে এ বার মুখ খুললেন আপ প্রধান। তিনি বলেন, ‘‘দিল্লিতে এর আগে এমন ভোটপ্রচার দেখিনি।’’

Advertisement

কেজরীওয়ালের গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগকে কেন্দ্র করে উত্তাল রাজধানীর রাজনীতি। আপের অভিযোগ, ভোটে কেজরীকে পরাজিত করতে পারবে না বুঝতে পেরে তাঁকে ‘রাস্তা থেকে সরানো’র চেষ্টা করছে বিজেপি। দিল্লির মুখ্যমন্ত্রী আতিশী মার্লেনার দাবি, বিজেপিই হামলার ছক কষেছিল। হামলার নেপথ্যে ছিলেন বিজেপি প্রার্থী পরবেশ বর্মা। ‘হামলাকারী’রা তাঁর লোক বলে দাবি করে আপ। রবিবার আতিশী আবার একই দাবি করেন। তাঁর অভিযোগ, ‘হামলাকারী’দের মধ্যে এক জনকে প্রায়ই পরবেশের সঙ্গে দেখা যেত।

যদিও আপের অভিযোগ অস্বীকার করেন বিজেপি প্রার্থী। তাঁর দাবি, তিন যুবক কেজরীওয়ালের কাছে চাকরির দাবি জানাতে গিয়েছিলেন। তখন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীর নির্দেশেই তাঁদের গাড়ি থেকে ধাক্কা মারা হয়। শনিবারই হাসপাতালে ওই তিন যুবকের সঙ্গে দেখা করতে যান পরবেশ।

কেজরীর গাড়িতে হামলার অভিযোগকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই দিল্লির রাজনীতি সরগরম। দিল্লির মুখ্যমন্ত্রী দাবি করেন, তিন ‘হামলাকারী’র নাম পুলিশের খাতায় আছে। তাঁদের বিরুদ্ধে ডাকাতি এবং হত্যার চেষ্টা-সহ একাধিক মামলা রয়েছে।

Advertisement
আরও পড়ুন