Apple iPhone

পাঁচ বিমানবোঝাই আইফোন ভারত থেকে নিয়ে গেল অ্যাপ্‌ল! ট্রাম্পের শুল্ক-বাণে দামবৃদ্ধি হতে পারে ভেবে পদক্ষেপ

মার্চের শেষ সপ্তাহেই মাত্র তিন দিনের মধ্যে আইফোন এবং অন্যান্য সামগ্রীবোঝাই পাঁচটি বিমান ভারত থেকে আমেরিকায় নিয়ে গিয়েছে অ্যাপ্‌ল। মনে করা হচ্ছে, ট্রাম্পের শুল্ক-বাণ এড়াতেই জরুরি ভিত্তিতে এই পদক্ষেপ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৫ ১১:২০
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্ক এড়াতে ভারতের কারখানা থেকে পাঁচটি বিমানে করে আইফোন আমেরিকায় পাঠাল অ্যাপ্‌‌ল।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্ক এড়াতে ভারতের কারখানা থেকে পাঁচটি বিমানে করে আইফোন আমেরিকায় পাঠাল অ্যাপ্‌‌ল। — ফাইল চিত্র।

আমেরিকায় আমদানি হওয়া বিদেশি পণ্যের উপর ‘পারস্পরিক শুল্ক’ বসিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৫ এপ্রিল থেকে ১০ শতাংশ শুল্ক কার্যকরও হয়ে গিয়েছে। সেই আবহে ভারতের কারখানা থেকে তড়িঘড়ি পাঁচটি বিমানবোঝাই আইফোন আমেরিকায় নিয়ে গিয়েছে অ্যাপ্‌ল। মনে করা হচ্ছে, ট্রাম্পের শুল্ক-বাণ এড়াতেই জরুরি ভিত্তিতে এই পদক্ষেপ।

Advertisement

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, মার্চের শেষ সপ্তাহেই মাত্র তিন দিনের মধ্যে আইফোন এবং অন্যান্য সামগ্রীবোঝাই পাঁচটি বিমান ভারত থেকে আমেরিকায় নিয়ে গিয়েছে অ্যাপ্‌ল। এক জন ঊর্ধ্বতন সরকারি কর্তা সংবাদমাধ্যম ‘টাইমস অফ ইন্ডিয়া’কে বিষয়টি জানিয়েছেন। তাঁর মতে, ৫ এপ্রিল থেকে কার্যকর হওয়া ট্রাম্পের ১০ শতাংশ পারস্পরিক শুল্ক এড়াতেই জরুরি ভিত্তিতে এই পণ্য আমেরিকায় নিয়ে যাওয়া হয়েছে। শুধু ভারত থেকেই নয়, চিনের কারখানাগুলি থেকেও আমেরিকায় জরুরিভিত্তিতে পণ্য নিয়ে যাওয়া হয়েছে। অথচ, বছরের এই সময় সাধারণত ধীর গতিতে ‘শিপিং’য়েরই মরসুম! পাশাপাশি, সূত্রের খবর, শুল্কের বোঝা সত্ত্বেও আপাতত ভারত বা অন্যান্য দেশের বাজারে পণ্যের মূল্যবৃদ্ধির কোনও পরিকল্পনা নেই অ্যাপ্‌লের।

তবে, অ্যাপ্‌ল এক সঙ্গে এত আইফোন আমেরিকায় নিয়ে যাওয়ায় আপাতত কিছু দিনের জন্য স্বস্তিতে থাকতে পারবেন আইফোন ব্যবহারকারীরা! শুল্ক বিতর্কের আবহেও পর্যাপ্ত জোগান থাকায় এখনই দাম বাড়ছে না অ্যাপ্‌লের এই ফোনের। তবে, বিভিন্ন দেশের কারখানাগুলি থেকে পণ্য আমেরিকায় নিয়ে যাওয়া সামগ্রিক ভাবে পণ্যের দামের উপর কী প্রভাব ফেলবে, তা-ও পর্যালোচনা করে দেখবে সংস্থা।

Advertisement
আরও পড়ুন