অমিত শাহ। —ফাইল চিত্র।
চলতি বছরের শেষে বিহারের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিতে রবিবার অমিত শাহ বিহারের এনডিএ-র সঙ্গে বৈঠকে বসছেন। গত বুধবারই দিল্লিতে বিজেপি সাংসদ সঞ্জয় জয়সওয়ালের বাড়িতে এনডিএ-র বিহারের দলগুলির নেতাদের ঘরোয়া বৈঠক হয়েছিল। সেখানে বিজেপি সভাপতি জে পি নড্ডার সঙ্গে জিতনরাম মাঝি, চিরাগ পাসোয়ান-সহ শরিক দলের নেতারা হাজির ছিলেন। শনিবার সন্ধ্যায় অমিত শাহ পটনা পৌঁছেছেন। রবিবার তিনি এনডিএ-র শরিক দলগুলির সঙ্গে বৈঠক করবেন।
বিহারের ভোটকে পাখির চোখ করে সম্প্রতি বাজেটে বিহারের জন্য একগুচ্ছ ঘোষণা হয়েছে। তার পরে কেন্দ্রীয় মন্ত্রিসভা বিহারের একের পর এর প্রকল্পে সবুজ সঙ্কেত দিতে শুরু করেছে। অমিত শাহের এ বারের বিহার সফরে প্রায় ৮০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস হবে। শনিবার পটনা পৌঁছে বিজেপির বিধায়ক, বিধান পরিষদের সদস্য ও দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। রবিবার তিনি লালুপ্রসাদের ঘরের মাঠ গোপালগঞ্জে জনসভা করবেন। তার পরে তাঁর সঙ্গে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বৈঠক হওয়ার কথা রয়েছে।
অমিত শাহ এখনও সরাসরি নীতীশ কুমারকে বিহারের এনডিএ জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করতে চাননি। বিহারে বিজেপি জোট সরকারে থাকলেও কোনও দিন বিজেপির কোনও নেতা মুখ্যমন্ত্রীর গদিতে বসেননি। এ বার বিজেপি তথা এনডিএ জোটের লক্ষ্য, বিহার বিধানসভার ২৪৩টি আসনের মধ্যে ২২৫টি আসনে জয়। বিজেপি নেতাদের মতে, মহারাষ্ট্রের মতো বিহারেও ভোটের পরে বিজেপির মুখ্যমন্ত্রী দেখা যেতে পারে। শারীরিক অসুস্থতার ফলে নীতীশ কুমারের হঠাৎ হঠাৎ অস্বাভাবিক আচরণ সেই সম্ভাবনা আরও বাড়িয়ে তুলেছে।