নিজস্ব চিত্র।
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে সংস্কৃতের পাঠ্যক্রমে বদল করা হয়েছে। তৃতীয় সেমেস্টারের ১, ২ এবং ৩ নম্বর ইউনিটের বিষয়গুলি বদল করা হয়েছে। সেমেস্টার শুরু হওয়ার পরে পাঠ্যক্রম বদলানোয় ক্ষুব্ধ শিক্ষকমহলের একাংশ। তাঁদের অভিযোগ, এখনও সংস্কৃতের সঙ্গে বাংলা, ইংরেজি বিষয়ের বই বিভিন্ন স্কুলে এসে পৌঁছায়নি। এখন নতুন করে পাঠ্যক্রমে রদবদল করা হলে ক্লাস শুরু হবে কী ভাবে?
কী কী বিষয়ে বদল করা হল?
শিক্ষকমহলের একাংশের আরও অভিযোগ, পুরোনো পাঠ্যক্রমের ভিত্তিতে প্রকাশিত বই ইতিমধ্যেই ছাত্রছাত্রীরা কিনে ফেলেছে। আজকে হঠাৎ করে কোনও অভিযোগ না থাকা সত্ত্বেও আবার পাঠ্যক্রমে এত বদল করার ফলে ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হবেন। যদি পরিবর্তন করতেই হত, তা হলে অনেক আগে থেকে তা জানানো হল না কেন?
একই সঙ্গে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারীর অভিযোগ, আশ্চর্যজনক ভাবে একটি প্রকাশনা সংস্থা নতুন সিলেবাসের ভিত্তিতে এবং বাকিরা পুরানো সিলেবাসের ভিত্তিতে বই প্রকাশ করল কী ভাবে? তিনি আরও বলেন, “সঠিক বই প্রকাশ সম্পর্কিত তথ্য সব প্রকাশনা সংস্থার কাছে কেন ছিল না? এখনও বাংলা, ইংরেজির তৃতীয় সেমেস্টারের বই স্কুলে আসেনি। এত রদবদলের ফলে ছাত্র-ছাত্রীদের পঠনপাঠন ক্রমাগত বিঘ্নিত হচ্ছে।”