Pahalgam Terror Attack

রাজ্যে থাকা পাকিস্তানিদের শনাক্ত করে ফেরত পাঠান, দেশের সব মুখ্যমন্ত্রীকে নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের

শাহ মুখ্যমন্ত্রীদের জানান, সংশ্লিষ্ট রাজ্যে কোনও পাকিস্তানের নাগরিক আছেন কি না, তা খতিয়ে দেখতে হবে। যদি কেউ থেকে থাকেন, তবে তাঁকে শনাক্ত করতে হবে এবং পাকিস্তানে ফেরত পাঠাতে হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৫ ১৪:৩৪
অমিত শাহ।

অমিত শাহ। —ফাইল চিত্র।

রাজ্যে থাকা পাকিস্তানিদের শনাক্ত করুন এবং দ্রুত তাঁদের দেশে ফেরানোর বন্দোবস্ত করুন। এই মর্মে দেশের প্রত্যেক মুখ্যমন্ত্রীকে নির্দেশ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার দেশের সব মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন শাহ। সেখানেই তিনি জানান যে, সংশ্লিষ্ট রাজ্যে কোনও পাকিস্তানের নাগরিক আছেন কি না, তা খতিয়ে দেখতে হবে। যদি কেউ থেকে থাকেন, তবে তাঁকে শনাক্ত করতে হবে এবং পাকিস্তানে ফেরত পাঠাতে হবে। যদিও মুখ্যমন্ত্রীদের সঙ্গে শাহের এই কথোপকথনের বিষয়ে কেন্দ্র বা স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো হয়নি।

Advertisement

মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে মৃত্যু হয় ২৫ জন পর্যটক-সহ মোট ২৬ জনের। ভারত এই হামলার জন্য পাকিস্তানের দিকেই আঙুল তুলেছে। কেবল তা-ই নয়, নিজেদের দাবির সপক্ষে কিছু তথ্যপ্রমাণও আমেরিকা, ব্রিটেনের কূটনীতিকদের দেখিয়েছেন ভারতের বিদেশসচিব বিক্রম মিস্রী।

পাকিস্তানিদের বিরুদ্ধে কূটনৈতিক পদক্ষেপ করে নয়াদিল্লি জানিয়ে দিয়েছে, সে দেশের নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ রাখা হচ্ছে। আগে দেওয়া ভিসাও বাতিল করার কথা জানিয়েছে ভারত। ভারত স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, যে পাকিস্তানিরা বর্তমানে ভারতে রয়েছেন, তাঁদের ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়তে হবে। এই আবহেই এ বার বিভিন্ন রাজ্যে থাকা পাকিস্তানিদের খুঁজে তাঁদের দেশে ফেরত পাঠানোর নির্দেশ দিলেন শাহ।

Advertisement
আরও পড়ুন