Arvind Kejriwal

‘ভোটে ব্যস্ত স্বরাষ্ট্রমন্ত্রী, দুষ্কৃতীদের দখলে দিল্লি’! জোড়া খুনের পর শাহকে তোপ কেজরীর

দিল্লিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, এমনটা দাবি করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তোপ দাগলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আপ প্রধান অরবিন্দ কেজরীওয়াল।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৪ ২১:৩৩
অরবিন্দ কেজরীওয়াল।

অরবিন্দ কেজরীওয়াল। —ফাইল চিত্র।

দিল্লিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, এমনটা দাবি করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তোপ দাগলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি (আপ)-র প্রধান অরবিন্দ কেজরীওয়াল। শনিবার সকালে দিল্লির শাহদারা এলাকায় প্রাতর্ভ্রমণে বেরিয়ে খুন হন এক বাসন বিক্রেতা। গুলি করে খুন করা হয় ওই ব্যবসায়ীকে। অন্য দিকে, রাজধানীর গোবিন্দপুরী এলাকায় শৌচাগার পরিষ্কার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে এক জন খুন হন। আহত হন দু’জন।

Advertisement

এই দুই ঘটনার প্রসঙ্গ উল্লেখ করে কেজরীওয়াল ‘ইন্ডিয়া টুডে’কে বলেন, “দিল্লির আইনশৃঙ্খলা পরিস্থিতি সামলানোর দায়িত্ব অমিত শাহের। কিন্তু তিনি ভোট নিয়ে ব্যস্ত। তাই দিল্লি এখন দুষ্কৃতীদের দখলে চলে গিয়েছে।”

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন দিল্লি পুলিশেরও সমালোচনা করেন আপ প্রধান। তিনি বলেন, “দিল্লিতে মহিলারা সুরক্ষিত নন। দিল্লির নাগরিকদের সুরক্ষা দিতে ব্যর্থ দিল্লি পুলিশ।” প্রসঙ্গত, বছর ঘুরলেই দিল্লিতে বিধানসভা নির্বাচন। তার আগে আপ এবং বিজেপির মধ্যে বাগ‌্‌যুদ্ধ শুরু হয়ে গেল বলেই মনে করা হচ্ছে।

Advertisement
আরও পড়ুন