নেতাজির ১২৫তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে সুভাষচন্দ্র বসুর পূর্ণাবয়াব মূর্তির হলোগ্রাম উন্মোচন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
নেতাজির ১২৫তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে সুভাষচন্দ্র বসুর পূর্ণাবয়াব মূর্তির হলোগ্রাম উন্মোচন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার সন্ধ্যায় তিনি এই মূর্তি উন্মোচন করেন। পরবর্তী কালে গ্রানাইট দিয়ে তৈরি নেতাজির মূর্তি তৈরি হলেই তা ইন্ডিয়া গেটে স্থাপন করা হবে।
কিন্তু কী এই থ্রিডি হলোগ্রাম মূর্তি? কী এর বিশেষত্ব? দেখে নেওয়া যাক এ নজরে...
• প্রোজেক্টারের মাধ্যমে ভার্চুয়াল থ্রিডি ডাইমেনশন ছবি তৈরি করাই হল হলোগ্রাম প্রযুক্তি। অর্থাৎ, দর্শকেরা শুধু নেতাজির মূর্তিই দেখতে পাবেন। সেটি যে একটি পর্দার উপর প্রক্ষেপিত চিত্র, তা বোঝা যাবে না।
• নেতাজির মূর্তির জন্য স্বচ্ছ স্ক্রিন বা পর্দা ব্যবহার করা হচ্ছে, যা দর্শকেরা চোখে দেখতে পাবেন না।
• নেতাজির হলোগ্রাম মূর্তি ২৮ ফুট লম্বা এবং ৬ ফুট চওড়া।
• এ ক্ষেত্রে একটি ফোর কে প্রোজেক্টর ব্যবহার করা হবে। যার উজ্জ্বলতা ৩০ হাজার লুমেন।