Andal

Air Turbulence: মাঝ আকাশে ঝড়ের কবলে যাত্রীবোঝাই বিমান, অণ্ডালে অবতরণের সময় ঝাঁকুনিতে আহত যাত্রীরা

বিমানটি মুম্বই থেকে অণ্ডাল রওনা দিয়েছিল। ঝড়়ের কারণে অণ্ডাল বিমানবন্দরে অবতরণের সময় প্রবল ঝাঁকুনিতে আহত হন যাত্রীরা।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০১ মে ২০২২ ২১:২৫

প্রতীকী ছবি।

মাঝ আকাশে ঝড়ের কবলে পড়ল যাত্রীবোঝাই বিমান। মুম্বই-দুর্গাপুর দৈনিক বিমানটি ঝড় ও বৃষ্টির জন্য অণ্ডাল বিমানবন্দরের রানওয়েতে সঠিক ভাবে অবতরণ করতে না পারাযর জেরে প্রবল ঝাঁকুনি। এতে যাত্রীবোঝাই বিমানের অন্তত ৪০ জন যাত্রী আহত হয়েছেন। তার মধ্যে কুড়ি জনের অল্পবিস্তর আঘাত থাকায়, তাঁদের নিয়ে দুর্গাপুরের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। তবে সামগ্রিক ভাবে খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে।

দৈনিক সন্ধেয় অণ্ডালে মুম্বই থেকে বিমান নামে। রবিবার সন্ধেয় মুম্বই থেকে স্পাইসজেটের বিমানটি রানওয়েতে নামছিল। সেই সময় চলছিল প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়া। তার ফলেই অবতরণে সমস্যার মুখে পড়ে বিমানটি। প্রবল ঝাঁকুনিতে আহত হন যাত্রীরা।

Advertisement
আরও পড়ুন
Advertisement