WhatsApp

আধার কার্ড-সহ যাবতীয় গুরুত্বপূর্ণ নথি এ বার ডাউনলোড করা যাবে হোয়াটসঅ্যাপেও, কী ভাবে?

‘ডিজিলকার’ নামে একটি স্বতন্ত্র ওয়েবসাইট এবং অ্যাপ রয়েছে। সেখান থেকে চাইলে গ্রাহকরা আধার কার্ড বা যে কোনও সরকারি নথি ডাউনলোড করতে পারেন। হোয়াটসঅ্যাপেও ‘ডিজিলকার’-এর পরিষেবা মিলবে।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২২ ১১:৩৬
হোয়াটসঅ্যাপে নথি ডাউনলোড করা যাবে।

হোয়াটসঅ্যাপে নথি ডাউনলোড করা যাবে। —ফাইল ছবি

আধার কার্ড, প্যান কার্ডের মতো গুরুত্বপূর্ণ নথি এ বার থেকে ডাউনলোড করা যাবে হোয়াটসঅ্যাপেও। নাগরিকদের সুবিধার্থে এই ব্যবস্থা চালু করা হয়েছে। বছর দু’য়েক আগে ‘ডিজিলকার’ নামের একটি পরিষেবা চালু করেছিল কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রক। এর মাধ্যমে আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্সের মতো নথি অনলাইনে পাওয়া যেত। সেই ‘ডিজিলকার’ পরিষেবাই এ বার মিলছে হোয়াটসঅ্যাপে।

‘ডিজিলকার’ নামে একটি স্বতন্ত্র ওয়েবসাইট এবং অ্যাপ রয়েছে। সেখান থেকে চাইলে গ্রাহকরা আধার কার্ড বা যে কোনও সরকারি নথি ডাউনলোড করতে পারেন। হোয়াটসঅ্যাপেও ‘ডিজিলকার’-এর পরিষেবা মিলবে। ফলে হোয়াটসঅ্যাপ থেকে এই ধরনের নথি ডাউনলোড করতে পারবেন গ্রাহক। ‘মাই গভর্নমেন্ট হেল্পডেস্ক হোয়াটসঅ্যাপ’-এর মাধ্যমে আধার কার্ড, প্যান কার্ড, ড্রাউভিং লাইসেন্স এমনকি পরীক্ষার মার্কশিটও ডাউনলোড করা যাবে।

Advertisement

কী ভাবে গুরুত্বপূর্ণ নথি হোয়াটসঅ্যাপ থেকে ডাউনলোড করবেন?

  • প্রথমে ‘ডিজিলকার’ ওয়েবসাইটে গিয়ে নিজের অ্যাকাউন্ট খুলতে হবে।
  • তার পর ‘মাই গভর্নমেন্ট হেল্পডেস্ক’-এর নম্বরটি হোয়াটসঅ্যাপে সেভ করতে হবে। নম্বরটি হল ৯০১৩১৫১৫১৫।
  • এর পর হোয়াটসঅ্যাপ খুলে এক বার সেভ করা নম্বরের তালিকা রিফ্রেশ করতে হবে।
  • ‘মাই গভর্নমেন্ট হেল্পডেস্ক’ খুলতে হবে হোয়াটসঅ্যাপে।
  • চ্যাট বাক্সে গিয়ে ‘হাই’ বা ‘নমস্কার’ লিখে পাঠাতে হবে।
  • ‘ডিজিলকার’ এবং ‘কো-উইন’— দু’টি বিকল্প থেকে একটি বেছে নিতে বলা হবে। ‘ডিজিলকার’ বেছে নিন।
  • ‘ডিজিলকার’-এ অ্যাকাউন্ট আছে কি না, জানতে চাইলে ‘ইয়েস’-এ ক্লিক করতে হবে। অ্যাকাউন্ট না থাকলে ওয়েবসাইটে গিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে।
  • এর পর আধার নম্বর লিখতে হবে ওই চ্যাটবক্সে।
  • আধার নম্বর দিলে মোবাইলে একটি ওটিপি আসবে। তা লিখতে হবে চ্যাটবক্সে।
  • ‘ডিজিলকার’ অ্যাকাউন্টে গ্রাহকের যা যা নথি রয়েছে, সব ক’টির ছবি দেখা যাবে হোয়াটসঅ্যাপে।
  • যে নথি ডাউনলোড করতে হবে, তালিকায় সেটি যত নম্বরে রয়েছে, সেই নম্বরটি পাঠাতে হবে এর পর।
  • তা হলেই নথির পিডিএফ ডাউনলোড হয়ে যাবে।

উল্লেখ্য, এই পদ্ধতিতে হোয়াটসঅ্যাপ থেকে এক বারে একটি নথিই ডাউনলোড করা যাবে।

Advertisement
আরও পড়ুন