Raghav Chadha

পঞ্জাবের রণকৌশল গুজরাতেও, মোদীরাজ্যে আপকে জেতানোর দায়িত্ব রাঘব চড্ডাকে

দলীয় সূত্রে খবর, গুজরাতের বিধানসভা নির্বাচনের জন্যেও তরুণ মুখের খোঁজ করছিলেন কেজরীবাল। তাঁর বিচারেই উঠে আসে রাঘবের নাম।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২২ ১৯:৪৪
রাঘব চড্ডা।

রাঘব চড্ডা।

দিল্লির পর পঞ্জাব জয় করে এ বার গুজরাতের নজর দিয়েছেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরীবাল। সেই লক্ষ্যেই মোদীরাজ্যে সাংগঠনিক দায়িত্ব দলের সাংসদ রাঘব চড্ডার হাতে তুলে দিলেন আপ নেতৃত্ব। ঘটনাচক্রে, আপের পঞ্জাব জয়ের নায়ক রাঘবই। দলীয় সূত্রে খবর, গুজরাতের বিধানসভা নির্বাচনের জন্যেও তরুণ মুখের খোঁজ করছিলেন কেজরীবাল। তাঁর বিচারেই উঠে আসে রাঘবের নাম।

আপ সূত্রে খবর, পঞ্জাবের ভোটে রণকৌশল সাজাতে কেজরীকে সব চেয়ে বেশি সাহায্য করেছিলেন রাঘব। সেই অভিজ্ঞতা থেকেই রাঘবকে আরও একটি গুরুদায়িত্ব দেওয়া হল বলেই মনে করছেন আপ নেতারা।

Advertisement

প্রসঙ্গত, গুজরাতে ভোটপ্রচারে পঞ্জাবেরই রণকৌশল নিয়েছেন কেজরীবাল। পঞ্জাব ভোটের নির্বাচনী প্রতিশ্রুতির মতোই গুজরাতবাসীকে ক্ষমতায় এলে বিনামূল্যে ৩০০ ইউনিট বিদ্যুৎ দেওয়ার কথা বলেছে আপ। শুধু তাই নয়, পঞ্জাবে ভোটের আগে লুধিয়ানায় অটোচালকদের সঙ্গে আলাপচারিতা করতে দেখা গিয়েছিল কেজরীকে, আমদাবাদেও একই দৃশ্য দেখা গিয়েছে। এক অটোওয়ালার অটো চড়েই তাঁর বাড়িতে খেতে পৌঁছে গিয়েছেন আপ প্রধান। এই সমস্ত দিক নজরে রেখে আপ নেতৃত্ব সূত্রে খবর, রাঘবকে গুজরাতে দলের সাংগঠনিক দায়িত্ব দেওয়া সময়ের অপেক্ষাই ছিল।

Advertisement
আরও পড়ুন