আপ বিধায়ক দীনেশ মোহানিয়া। ছবি: পিটিআই।
নির্বাচনী প্রচারে গিয়ে মহিলার দিকে উড়ন্ত চুম্বন ছুড়ে দিয়েছিলেন বিধায়ক! সেই ‘ফ্লাইং কিস’ই কাল হল! দিল্লিতে ভোটগ্রহণ শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে আম আদমি পার্টির নেতা তথা সঙ্গম বিহারের বিধায়ক দীনেশ মোহানিয়ার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনলেন সেই মহিলা। এফআইআর দায়ের হল থানায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অন্য দিনের মতোই ভোটপ্রচারে বেরিয়েছিলেন দক্ষিণ দিল্লির সঙ্গম বিহারের তিন বারের বিধায়ক। সব ঠিকই চলছিল। অভিযোগ, প্রচার চলাকালীন বিধায়ক আচমকা এক মহিলাকে লক্ষ্য করে চুম্বন ছুড়ে দেন। হকচকিয়ে যান মহিলা। ঘটনার প্রাথমিক আকস্মিকতা কাটিয়ে উঠে সোজা থানায় গিয়ে বিধায়কের বিরুদ্ধে শ্লীলতাহানি ও যৌন হেনস্থার অভিযোগ দায়ের করেন তিনি!
নিজের অভিযোগের প্রমাণ সপক্ষে থানায় একটি ভিডিয়োও জমা করেছেন অভিযোগকারিণী। সেই ভিডিয়োতেও দেখা যাচ্ছে, সমর্থকদের দিকে চুম্বন ছুড়ে দিচ্ছেন বিধায়ক। এর আগেও বিতর্কে জড়িয়েছেন দীনেশ। ২০১৬ সালে দিল্লি জল বোর্ডের ভাইস চেয়ারম্যান পদে থাকাকালীন বিধায়ক দীনেশের কাছে জলের সমস্যা নিয়ে অভিযোগ জানাতে গিয়েছিলেন কয়েক জন মহিলা। তখন বিধায়ক ও তাঁর সঙ্গীরা তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ। যৌন হেনস্থারও অভিযোগ ওঠে। সে বার গ্রেফতারও হয়েছিলেন দীনেশ। গত বছর এক ফলবিক্রেতার সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। সেই ঘটনার ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছিল সমালোচনা (যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)। সে সময় দীনেশ যুক্তি দেন, ওই ফলবিক্রেতা একটি বন্ধ নর্দমার সামনে দোকান দিয়েছিলেন, যার ফলে পুর কর্মীদের কাজে বাধা সৃষ্টি হচ্ছিল। দীনেশের অভিযোগ ছিল, এ সবই বিরোধীদের চক্রান্ত। বিধানসভা ভোটের আগে ফের তাঁর নামে এমনই নানা অভিযোগ উঠতে পারে, এও বলেছিলেন দীনেশ। সেই ভবিষ্যদ্বাণীই সত্যি হল!