Vipassana of Arvind Kejriwal

দিল্লি ছেড়ে পঞ্জাবে ১০ দিনের বিপাসনায় যাচ্ছেন কেজরী, জল্পনায় আপ প্রধানের পরবর্তী পদক্ষেপ

আপের একটি সূত্র জানিয়েছে, মঙ্গলবার দিল্লি থেকে পঞ্জাবের হোশিয়ারপুরে যাবেন কেজরী। বুধবার থেকে সেখানেই শুরু হবে ১০ দিনের বিপাসনা কর্মসূচি। চলবে আগামী ১৫ মার্চ পর্যন্ত।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৫ ২১:৫৮
অরবিন্দ কেজরীওয়াল।

অরবিন্দ কেজরীওয়াল। —ফাইল চিত্র।

আগামী বুধবার থেকে ১০ দিনের বিপাসনা কর্মসূচিতে যেতে পারেন আম আদমি পার্টি (আপ)-র প্রধান তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল। তবে বিজেপি-শাসিত দিল্লিতে নয়, দেশের একমাত্র আপ-শাসিত রাজ্য পঞ্জাবে। কেজরী-ঘনিষ্ঠ একটি সূত্র উদ্ধৃত করে সোমবার সংবাদ সংস্থা পিটিআই এ কথা জানিয়েছে।

Advertisement

কেজরীর দলের ওই সূত্র জানিয়েছে, মঙ্গলবার দিল্লি থেকে পঞ্জাবের হোশিয়ারপুরে যাবেন কেজরী। বুধবার থেকে সেখানেই শুরু হবে ১০ দিনের বিপাসনা কর্মসূচি। চলবে আগামী ১৫ মার্চ পর্যন্ত। এর আগে ২০২৩ সালের ডিসেম্বরে হোশিয়ারপুরের আনন্দগড়ে ধম্মধ্বজা বিপাসনা কেন্দ্রে ১০ দিনের অধিবেশনে যোগ দিয়েছিলেন কেজরী। ২০১৬ সালে প্রথম বার কর্নাটকে একটি বৌদ্ধ মঠে মানসিক এবং শারীরিক শান্তি ফিরে পেতে ‘বিপাসনা’য় মগ্ন হয়েছিলেন তিনি।

দিল্লির বিধানসভা ভোটে বিজেপির হাতে পর্যুদস্ত হয়েছে আপ। কেজরী নিজেও নয়াদিল্লি আসনে বিজেপির প্রবেশ বর্মার কাছে পরাস্ত হয়েছেন। অনেকে মনে করছেন, সঙ্কটের এই আবহে শরীর এবং মন থেকে সব গ্লানি আর অশান্তি ঝেড়ে ফেলতে চাইছেন আপ প্রধান। তাই ফের বিপাসনায় তিনি। আপ সূত্রের খবর, বিপাসনার ১০ দিন কেজরী কারও সঙ্গে কথা বলবেন না। মুখে কাপড় বেঁধে থাকবেন। ধ্যান, উপাসনা ও শরীরচর্চা করবেন।

Advertisement
আরও পড়ুন