AAP-BJP

কেজরীওয়ালকে লক্ষ্য করে ‘জল’, আপের সন্দেহ ‘অ্যাসিড’! হুলস্থুল দিল্লিতে

শনিবার মালব্যনগরে পদযাত্রার আয়োজন করেছিল আপ। সেই পদযাত্রায় হেঁটেছেন কেজরীওয়াল। অভিযোগ, ভিড়ের মধ্যে আচমকাই এক ব্যক্তি আপ প্রধানকে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২৪ ২২:২৬
দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আপ প্রধান অরবিন্দ কেজরীওয়াল।

দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আপ প্রধান অরবিন্দ কেজরীওয়াল। —ফাইল চিত্র।

পদযাত্রা চলাকালীন আম আদমি পার্টি (আপ)-র প্রধান তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীর দিকে এক ব্যক্তি তরল জাতীয় কোনও পদার্থ ছুড়ে মারেন বলে অভিযোগ। যাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে রাজধানীতে। পুলিশের দাবি, ওই ব্যক্তি কেজরীওয়ালকে লক্ষ্য করে জল ছুড়েছেন। তবে আপের অভিযোগ, তাদের নেতাকে পুড়িয়ে মারার চেষ্টা হয়েছিল। অভিযোগের তির বিজেপির দিকে।

Advertisement

শনিবার মালব্যনগরে পদযাত্রার আয়োজন করেছিল আপ। ওই পদযাত্রায় হেঁটেছেন কেজরীওয়াল। অভিযোগ, ভিড়ের মধ্যে আচমকাই এক ব্যক্তি আপ প্রধানকে লক্ষ্য করে তরল পদার্থ ছুড়ে মারার চেষ্টা করেন। তড়িঘড়ি ওই ব্যক্তিকে ধরে ফেলেন আপ সমর্থকেরা। পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ঘটনার একাধিক ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়েছে। যদিও তার সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। এই ঘটনার পর কেজরীওয়ালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

এক পুলিশ কর্তার দাবি, ‘‘পদযাত্রা চলাকালীন শনিবার বিকেল সাড়ে ৫টা নাগাদ যখন কেজরীওয়াল তাঁর অনুগামীদের সঙ্গে করমর্দন করছিলেন, সেই সময়েই আচমকা তাঁকে লক্ষ্য করে আশোক ঝা নামে এক ব্যক্তি তাঁর দিকে জল ছোড়ার চেষ্টা করেন। কিন্তু পুলিশকর্মীরা কাছাকাছি থাকায় তাঁকে সঙ্গে সঙ্গে ধরে ফেলেন।’’ ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। আপের অভিযোগ, কেজরীওয়ালকে পুড়িয়ে মারার চেষ্টা করেছিল বিজেপি। তাদের স্পষ্ট ইঙ্গিত, দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীর উপর অ্যাসিড হামলার চেষ্টা হয়েছিল।

Advertisement
আরও পড়ুন