Tamil Nadu Priest

মন্দিরের ভিতর যৌন হেনস্থা নাবালিকাকে, তামিলনাড়ুতে সত্তরোর্ধ্ব পুরোহিতকে গ্রেফতার করল পুলিশ

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত পুরোহিতের বয়স ৭০। কয়েক জন শিশু মন্দিরের বাইরে খেলছিল। তখন মন্দিরের পুরোহিত এসে প্রসাদের মিষ্টি দেওয়ার লোভ দেখিয়ে তাদের ভিতরে ডেকে নিয়ে যান।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৩৪

— প্রতিনিধিত্বমূলক ছবি।

অভিযোগ, মন্দিরেই ভিতরেই চলত কিশোরীদের উপর যৌন নির্যাতন। কখনও আবার প্রসাদের লোভ দেখিয়ে নাবালিকা মেয়েদের ডেকে নিয়ে যেতেন মন্দিরের ভিতরে। তামিলনাড়ুতে পুলিশের হাতে ধরা পড়লেন সত্তরোর্ধ্ব সেই পুরোহিত।

Advertisement

ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর থেনি জেলার পেরিআয়াকুলামে। ঘটনায় উত্তাল পরিস্থিতি এলাকা জুড়ে। মন্দির ঘেরাও করে দফায় দফায় বিক্ষোভ দেখিয়েছেন স্থানীয়েরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। ওই পুরোহিতকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, কয়েক জন শিশু মন্দিরের বাইরে খেলছিল। তখন মন্দিরের সত্তরোর্ধ্ব পুরোহিত এসে প্রসাদের মিষ্টি দেওয়ার লোভ দেখিয়ে তাদের ভিতরে ডেকে নিয়ে যান। এর পর ওই শিশুদেরই দলে থাকা এক নাবালিকাকে তিনি যৌন হেনস্থা করেন বলে অভিযোগ। আরও অভিযোগ, এই প্রথমবার নয়, এর আগেও নাকি এমন কাজ করেছেন তিনি। মেয়েটি গোটা ঘটনার কথা বাড়িতে জানালে মেয়েটির পরিবার ও অন্যান্য আত্মীয়স্বজন মন্দির এলাকায় জড়ো হন। খবর প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে। মন্দির চত্বরে জড়ো হন স্থানীয়েরাও। ভয়ে মন্দিরের গেটে তালা লাগিয়ে ভিতরেই লুকিয়ে ছিলেন অভিযুক্ত। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয় পুলিশ এসে তাঁকে গ্রেফতার করেছে। চলছে জিজ্ঞাসাবাদ।

Advertisement
আরও পড়ুন