Jharkhand Minister

ঝাড়খণ্ডে মুখ্যমন্ত্রী হেমন্তের মন্ত্রিসভায় ঠাঁই পেলেন ১১ জন, জেএমএম, কংগ্রেসের পাশাপাশি আরজেডি

বিধানসভা ভোটে জয়ের পর গত ২৮ নভেম্বর মুখ্যমন্ত্রী হেমন্ত শপথ নিয়েছিলেন। রাঁচীর ওই অনুষ্ঠানে হাজির ছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৪ ১৭:৩২
6 JMM, 4 Congress MLAs among 11 take oath as Jharkhand ministers

শপথ নিলেন হেমন্তের মন্ত্রীরা। ছবি: পিটিআই।

মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন শপথ নিয়েছিলেন আগেই। এ বার শপথ নিলেন ঝাড়খণ্ডের নতুন মন্ত্রিসভার সদস্যেরা। সোমবার ‘ইন্ডিয়া’র মোট ১১ জন মন্ত্রী রাজ্যপাল সন্তোষকুমার গাঙ্গোয়ারের কাছে শপথবাক্য পাঠ করেন।

Advertisement

নতুন মন্ত্রীদের মধ্যে ছ’জন হেমন্তের দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম)-র বিধায়ক। চার জন কংগ্রেসের। এক জন আরজেডির। জেএমএম মন্ত্রীরা হলেন সুদিব্য কুমার, দীপক বিরুয়া, রামদাস সোরেন, চামরা লিন্ডা, যোগেন্দ্র প্রসাদ এবং হাফিজুল হাসান। কংগ্রেসের থেকে মন্ত্রী হয়েছেন, দীপিকা পাণ্ডে সিং, শিল্পী নেহা তিরকি, ইরফান আনসারি এবং রাধাকৃষ্ণ কিশোর। মন্ত্রিত্ব পেয়েছেন আরজেডি বিধায়ক সঞ্জয়প্রসাদ যাদবও। আগামী ৯ থেকে ১২ ডিসেম্বর চলবে ঝাড়খণ্ড বিধানসভার অধিবেশন। সেখানেই সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দেবেন হেমন্ত।

বিধানসভা ভোটে জয়ের পর গত ২৮ নভেম্বর ঝাড়খণ্ডের ১৪তম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন হেমন্ত। রাঁচীর ওই অনুষ্ঠানে হাজির ছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বার ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনে ৮১টি আসনের মধ্যে ৫৬টিই হেমন্তের নেতৃত্বে ‘মহাগঠবন্ধন’ জিতেছে (জেএমএম ৩৪, কংগ্রেস ১৬, আরজেডি ৪ সিপিআইএমএল লিবারেশন ২)। বিজেপির নেতৃত্বাধীন এনডিএ পেয়েছে ২৪টি আসন।

Advertisement
আরও পড়ুন