Fire

দীপাবলিতে বহুতলে আগুন, মৃত্যু ন’জনের, জখম আরও কয়েক জন

ঘটনাটি হায়দরাবাদের নামপল্লী এলাকার। রবিবার একটি বহুতলে আগুন লাগে। কী কারণে অগ্নিকাণ্ড, তা খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২৩ ১১:৩৯
representative photo of fire

—প্রতীকী চিত্র।

দীপাবলিতে আগুনের গ্রাসে পড়ে প্রাণ গেল ন’জনের। ঘটনাটি হায়দরাবাদের নামপল্লী এলাকার। রবিবার একটি বহুতলে আগুন লাগে। এই ঘটনায় আরও তিন জন জখম হয়েছেন।

Advertisement

পুলিশ সূত্রে খবর, বহুতলের নীচের তলায় আগুন লাগে। সেখানে রাসায়নিক পদার্থ মজুত করা ছিল। এর ফলে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের দাবি, নীচে গাড়ি মেরামত করা হচ্ছিল। তা থেকে স্ফুলিঙ্গ বার হচ্ছিল। এই স্ফুলিঙ্গ থেকেই আগুন লাগে বলে দাবি তাঁদের।

যদিও কী কারণে আগুন লাগল, তা এখনও সরকারি ভাবে জানানো হয়নি। এই ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ সূত্রে খবর, সকাল ৯টা ৩৫ মিনিট নাগাদ দমকলকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। তার পরেই শুরু হয় উদ্ধারকাজ। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

Advertisement
আরও পড়ুন