দিল্লির নতুন কোভিড আক্রান্তদের ৯৮ শতাংশই করোনার এক্সবিবি.১.১৬ উপরূপে আক্রান্ত। প্রতীকী ছবি।
গত ২৪ ঘণ্টায় দেশের রাজধানী দিল্লিতে ৪৮৪টি নতুন করোনাভাইরাস সংক্রমণের ঘটনা ঘটেছে। সংক্রমণের হার বেড়ে দাঁড়িয়েছে ২৬.৫৮ শতাংশে। সরকারি বিবৃতিতে এ খবর জানানো হয়েছে।
দিল্লির নতুন কোভিড আক্রান্তদের ৯৮ শতাংশই করোনার এক্সবিবি.১.১৬ উপরূপে আক্রান্ত। আক্রান্তদের নমুনা পরীক্ষা করার পর এমনটাই জানা গিয়েছে বলে জানালেন দিল্লির ‘ইনস্টিটিউট অফ লিভার অ্যান্ড বিলিয়ারি সায়েন্সেস (আইএলবিএস)-এর ডিরেক্টর এস কে সারিন।
প্রসঙ্গত, দিল্লিতে সংক্রমণের হাত গত ১৫ মাসের মধ্যে সর্বোচ্চ (যত জন মানুষের করোনা পরীক্ষা করা হল, তাঁদের মধ্যে যত শতাংশের রিপোর্ট পজ়িটিভ তাকেই পজ়িটিভিটি রেট বা সংক্রমণের হার বলা হয়)। কোভিডের নতুন সংক্রমণে দিল্লিতে মৃত্যুও ঘটনাও ঘটেছে। দিল্লির পাশাপাশি দেশ জুড়ে করোনাভাইরাসের সংক্রমণ দ্রুত গতিতে বাড়ছে বলে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান জানাচ্ছে।