Food Poisoning

লখনউয়ে সরকারি হোমে মৃত্যু চার শিশুর, গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি ১৬, সন্দেহ বিষক্রিয়া

কী ভাবে শিশুরা অসুস্থ হয়ে পড়ল তা নিয়ে রহস্য বাড়ছে। তবে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, খাবারে বিষক্রিয়ার কারণেই এই ঘটনা। কিন্তু কী ভাবে খাবারে বিষক্রিয়া হল তা জনতে তদন্ত শুরু হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ মার্চ ২০২৫ ১৮:১৬
হাসপাতালে চিকিৎসা চলছে শিশুদের। প্রতিনিধিত্বমূলক ছবি।

হাসপাতালে চিকিৎসা চলছে শিশুদের। প্রতিনিধিত্বমূলক ছবি।

লখনউয়ের সরকারি হোমে চার শিশুর মৃত্যুকে ঘিরে হুলস্থুল পড়ে গিয়েছে। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আরও ১৬ শিশু। অসুস্থ হয়ে পড়ায় মঙ্গলবার ওই হোমের ২০ শিশুকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। হাসপাতাল সূত্রে খবর, বৃহস্পতিবার চার জনের মৃত্যু হয়েছে।

Advertisement

কী ভাবে শিশুরা অসুস্থ হয়ে পড়ল তা নিয়ে রহস্য বাড়ছে। তবে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, খাবারে বিষক্রিয়ার কারণেই এই ঘটনা। কিন্তু কী ভাবে খাবারে বিষক্রিয়া হল তা জানতে তদন্ত শুরু হয়েছে। জেলাশাসক বিশাখ জি আইয়ার জানিয়েছেন, এই ঘটনার তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।

জেলাশাসক আরও জানিয়েছেন, শিশুদের দেওয়া খাবারের নমুনা সংগ্রহ করা হয়েছে। সেগুলি পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে তবে স্পষ্ট হবে বিষক্রিয়ার কারণে মৃত্যু এবং অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছে, না কি নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে।

খবর পেয়ে স্বাস্থ্য দফতরের আধিকারিকেরা লখনউয়ের ওই হোমে গিয়ে বিষয়টি খতিয়ে দেখছেন। স্বাস্থ্য দফতর সূত্রে জানানো হয়েছে, কোথাও গাফিলতি ছিল কি না তা দেখা হচ্ছে। যদি কোনও গাফিলতি ধরা পড়ে তা হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement
আরও পড়ুন