রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খড়্গের উপস্থিতিতে বিআরএস ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন অন্তত ৩৫ জন নেতা। ছবি: টুইটার।
বিধানসভা ভোটের আগে বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগদানের ঢল দেখা গিয়েছিল কর্নাটকে। এ বার সেই ‘ছায়া’ তেলঙ্গানায়।
গত কয়েক সপ্তাহ ধরেই শাসক দল ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস) ছেড়ে কংগ্রেসে যোগদানের প্রবণতা দেখা গিয়েছিল। সোমবার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের দল ছেড়ে রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খড়্গের উপস্থিতিতে কংগ্রেসে যোগ দেওয়ার কথা জানালেন অন্তত ৩৫ জন নেতা। চলতি বছরের শেষে তেলঙ্গানার বিধানসভা ভোট হওয়ার কথা। তার আগে গণ-দলত্যাগ হলে মুখ্যমন্ত্রী কেসিআর বিড়ম্বনায় পড়তে পারেন বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ।
Winds of change are sweeping through Telangana.
— Congress (@INCIndia) June 26, 2023
In a big boost to the Congress party's prospects, more and more people are aligning with us to take the message of love and prosperity forward.
Today, senior leaders from Telangana joined the Congress party in the presence of… pic.twitter.com/1vLGzPN1aC
সোমবার বিআরএসের যে নেতারা দল ছাড়ার কথা ঘোষণা করেছেন তাঁদের মধ্যে রয়েছেন, প্রাক্তন সাংসদ পি শ্রীনিবাস রেড্ডি এবং সে রাজ্যের প্রাক্তন মন্ত্রী জে কৃষ্ণ রাওয়ের মতো প্রভাবশালীরাও। রয়েছেন ছ’বারের বিধায়ক গুরুনাথ রেড্ডি, জেলা পরিষদের প্রেসিডেন্ট কোরম কোন্ডাইয়ার মতো তেলঙ্গানা রাজনীতির পরিচিত মুখেরা। এআইসিসির সাধারণ সম্পাদক কেসি বেনুগোপাল জানিয়েছেন শীঘ্রই প্রিয়ঙ্কা গান্ধী তেলঙ্গানায় গিয়ে খাম্মাম বিধানসভা ভোটের প্রচার শুরু করবেন।