— প্রতিনিধিত্বমূলক চিত্র।
জমিতে কীটনাশক ছড়াচ্ছিলেন এক যুবক। তার পর ঘরে ফিরে হাত না ধুয়েই ভাত খেতে বসে গিয়েছিলেন। স্ত্রীর বারণও শোনেননি। তার কিছু ক্ষণ পরেই বিষক্রিয়ায় মৃত্যু হল যুবকের। শনিবার উত্তরপ্রদেশের মথুরা জেলায় ঘটনাটি ঘটেছে।
রবিবার মথুরার স্টেশন হাউস অফিসার (এসএইচও) রঞ্জনা সাচান জানিয়েছেন, মৃত যুবকের নাম কানহাইয়া। তিনি মহাবন শহরের বাসিন্দা। শনিবার চাষের জমিতে কীটনাশক ছড়াচ্ছিলেন কানহাইয়া। তার পর ঘরে ফিরে ভাত খেতে বসেন। স্ত্রী বার বার বলেছিলেন ভাল করে হাত ধুয়ে নিতে। কিন্তু স্ত্রীর কথায় কান দেননি যুবক।
মৃত যুবকের স্ত্রী জানিয়েছেন, খাওয়ার পর ঘুমে ঢলে পড়েন কানহাইয়া। তার কিছু ক্ষণ পরেই অসুস্থ বোধ করতে শুরু করেন। শারীরিক অবস্থারও দ্রুত অবনতি হতে শুরু করে। তড়িঘড়ি তাঁকে স্থানীয় চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় তাঁর। ঘটনায় তদন্ত শুরু করে পুলিশ। যুবকের দেহ ময়ানতদন্তের জন্য পাঠানো হয়। ময়নাতদন্তে জানা গিয়েছে, কীটনাশক থেকে বিষক্রিয়ার কারণেই মৃত্যু হয়েছে যুবকের। এর পর ওই যুবকের দেহ পরিবারের হাতে তুলে দিয়েছে পুলিশ।