UP Police Constable Jobs

ইউটিউব দেখে প্রস্তুতি, উত্তরপ্রদেশে একই গ্রাম থেকে পুলিশের পরীক্ষায় পাশ করলেন ২৬ চাকরিপ্রার্থী!

গত অগস্টে বেশ কয়েকটি পর্যায়ে কনস্টেবল পদের পরীক্ষা হয়েছিল। এ বছর রাজ্যে প্রায় দু’লক্ষেরও বেশি চাকরিপ্রার্থী পরীক্ষায় বসেছিলেন। বৃহস্পতিবার পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২৪ ১৮:২৫
উত্তপ্রদেশে কনস্টেবল পদের পরীক্ষার  ফল প্রকাশিত হয়েছে বৃহস্পতিবার। প্রতিনিধিত্বমূলক ছবি।

উত্তপ্রদেশে কনস্টেবল পদের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে বৃহস্পতিবার। প্রতিনিধিত্বমূলক ছবি।

উত্তরপ্রদেশে একটি গ্রাম থেকে একসঙ্গে ২৬ জন পুলিশের পরীক্ষায় পাশ করে তাক লাগিয়ে দিলেন। সম্প্রতি পুলিশের কনস্টেবল পদের পরীক্ষা হয়েছিল। সেই পরীক্ষার ফল প্রকাশ হতেই দেখা যায় মুজফফরনগর জেলার কসমপুর খোলা গ্রামের ২৬ চাকরিপ্রার্থী লিখিত পরীক্ষায় পাশ করেছেন। এই খবর পৌঁছতেই উচ্ছ্বাসে মেতে ওঠে গোটা গ্রাম।

Advertisement

জানা গিয়েছে, ওই গ্রাম থেকে ৭০ জন পরীক্ষায় বসেছিলেন। তার মধ্যে গ্রামের মীরাপুরের ২৬ চাকরিপ্রার্থী লিখিত পরীক্ষায় পাশ করেছেন। ছোট এলাকায় একসঙ্গে এত যুবক পরীক্ষায় পাশ করার খবরে গর্বিত গ্রামবাসীরা। এক গ্রামবাসী বলেন, ‘‘আমরা গর্বিত যে আমাদের সন্তানেরা পরীক্ষায় পাশ করেছে। চাকরির জন্য দিনরাত পরিশ্রম করত ওরা। সেই পরিশ্রমেরই ফল পেল ওরা। তবে আমাদের এলাকায় একসঙ্গে এত জন পরীক্ষায় সাফল্য পায়নি।’’

এক চাকরিপ্রার্থীর দাবি, পুলিশের পরীক্ষার জন্য তাঁরা ইউটিউবের সাহায্য নিয়েছিলেন। সেখান থেকেই লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নেন। যাঁরা পাশ করেছেন, তাঁদের সকলেরই এক দাবি। বৃহস্পতিবার পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। তবে এই পরীক্ষা নিয়ে যেমন বিতর্ক সৃষ্টি হয়েছিল, পরীক্ষার ফল বেরোতেই প্রশ্ন উঠতে শুরু করেছে। অনেকেরই অভিযোগ, এই পরীক্ষায় স্বচ্ছতার অভাব রয়েছে। গত অগস্টে বেশ কয়েকটি পর্যায়ে কনস্টেবল পদের পরীক্ষা হয়েছিল। এ বছর রাজ্যে প্রায় দু’লক্ষেরও বেশি চাকরিপ্রার্থী পরীক্ষায় বসেছিলেন।

আরও পড়ুন
Advertisement