Assam flood

Assam Flood: অসমে বন্যায় মৃত বেড়ে ২৫, জলবন্দি অন্তত ৩১ লক্ষ মানুষ! খোঁজ নিলেন প্রধানমন্ত্রী মোদী

৫১৪টি ত্রাণ শিবিরে দেড় লাখের বেশি মানুষ আশ্রয় নিয়েছে। বক্সা, বরপেটা, গোয়ালপাড়া, কামরূপ, করিমগঞ্জ, লখিমপুর, শিবসাগরের বিপুল ক্ষতি হয়েছে।

Advertisement
সংবাজ সংস্থা
নসকরা (অসম) শেষ আপডেট: ১৯ জুন ২০২২ ০৯:৩৬
বন্যাবিধ্বস্ত অসমে বাড়ছে মৃত্যুর সংখ্যা।

বন্যাবিধ্বস্ত অসমে বাড়ছে মৃত্যুর সংখ্যা। ছবি: টুইটার।

প্রতি দিন গ্রামের পর গ্রাম ডুবছে। জলের তলায় চলে যাচ্ছে বসতবাড়ি থেকে চাষের জমি। অসমে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৫। বন্যার জলে তলিয়ে গিয়ে আট জন নিখোঁজ বলে প্রশাসন সূত্রে খবর। সব মিলিয়ে বন্যাবিধ্বস্ত প্রায় ৩১ লক্ষ মানুষ।

শনিবার অসম প্রশাসনের তরফে জানা গিয়েছে, বন্যায় ২৫ জন মৃতের মধ্যে চার জন শিশুও রয়েছে। সব মিলিয়ে চলতি বছরে অসমে বন্যা ও ধসে মৃত্যু হয়েছে ৬২ জনের। রাজ্যের ৩২টি জেলাই বন্যাবিধ্বস্ত। ব্রহ্মপুত্র নদের জলস্ফীতির পর ৪,২৯১টি গ্রাম ভেসে গিয়েছে। বিপুল ক্ষতির মুখে কৃষি। প্রায় ৬৬,৪৫৫ হেক্টর চাষের জমি এখন জলে ডুবে রয়েছে।

Advertisement

সংবাদমাধ্যম সূত্রে খবর, সরকারের ৫১৪টি ত্রাণশিবিরে দেড় লাখের বেশি মানুষ আশ্রয় নিয়েছে। বজলি, বক্সা, বরপেটা, গোয়ালপাড়া, কামরূপ, করিমগঞ্জ, লখিমপুর, মজুলি, নগাঁও, নলবাড়ি, শিবসাগরের মতো জায়গা সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে।

শনিবার বন্যা পরিস্থিতি জানতে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁকে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। ভারতীয় সেনা, দুর্যোগ মোকাবিলা বাহিনী এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা উদ্ধারকাজে নেমেছেন। চলছে ত্রাণবিলি।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আরও পড়ুন
Advertisement