Lottery Horoscope Prediction

নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে কোন রাশির জাতকেরা লটারি কেটে লাভবান হতে পারেন? কাদের ভাগ্যে লটারি যোগ নেই?

লটারির টিকিট কেটে যদি পুরস্কার পাওয়া যায়, তা হলে সেটির থেকে আনন্দের আর কিছু হয় না।

Advertisement
শ্রীমতী অপালা
শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২৪ ০৭:১৩
Zodiac signs most likely to win lottery on the second week of November

—প্রতীকী ছবি।

লটারির টিকিট কাটতে অনেকেই পছন্দ করেন। অনেকে আবার মাঝেমধ্যে ভাগ্য পরখ করে দেখার জন্য লটারি কাটেন। তবে লটারির টিকিট কেটে যদি পুরস্কার পাওয়া যায়, তা হলে তার থেকে আনন্দের আর কিছু হয় না। কারণ টাকার প্রয়োজন তো আমাদের সকলেরই রয়েছে। সেই ক্ষেত্রে লটারি থেকে সহজে টাকা পাওয়া গেলে সেটা যথেষ্ট আনন্দের বিষয়। নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে কোন কোন রাশির অর্থ প্রাপ্তি রয়েছে দেখে নেব।

Advertisement

মেষ– এই সপ্তাহে মেষ রাশির জন্য খুব ভাল অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে।

বৃষ– বৃষ রাশির জাতক-জাতিকাদের এই সপ্তাহে লটারির দিকে এগোনো উচিত হবে না। অর্থপ্রাপ্তির বিশেষ যোগ নেই।

মিথুন– মিথুন রাশির জন্য গোটা সপ্তাহটা মোটামুটি ভাল দেখা যাচ্ছে। একবার লটারি কেটে দেখতে পারেন।

কর্কট– সপ্তাহের শুরুটা কর্কট রাশির জন্য ভাল হলেও মধ্যভাগের পরে খুব একটা অর্থপ্রাপ্তি হবে না। লটারি কেটে লাভ নেই।

সিংহ– সিংহ রাশির জাতক-জাতিকারা এই সপ্তাহে কম অঙ্কের লটারি কেটে ভাগ্য পরখ করে দেখতে পারেন। তবে খুব বেশি অঙ্কের লটারি কাটবেন না।

কন্যা– এই গোটা সপ্তাহটাই কন্যা রাশির জাতকদের জন্য বেশ ভাল। অর্থপ্রাপ্তির যোগ রয়েছে।

তুলা– তুলা রাশির ক্ষেত্রে লটারির জন্য এই সপ্তাহটা খুব একটা অনুকূল হবে না।

বৃশ্চিক– লটারির টিকিট কাটার ক্ষেত্রে বৃশ্চিক রাশির ব্যক্তিরা একটু ভাবনাচিন্তা করে এগোন। বেশি অঙ্কের লটারি ভুলেও কাটবেন না।

ধনু– ধনু রাশির জাতক-জাতিকারা লটারিতে ভাল-খারাপ মিশ্রিত ফল পাবেন। পরখ করতে চাইলে একবার লটারি কেটে দেখতে পারেন।

মকর– সপ্তাহের শুরুতেই মকর রাশির মানুষেরা একবার লটারি কেটে দেখতে পারেন। মধ্যম ভাগ এবং শেষের দিকে ভাল ফল পাওয়ার সম্ভাবনা কম।

কুম্ভ– কুম্ভ রাশির লোকেদের লটারি কাটার জন্য সপ্তাহের শেষের দিকটা বেশ অনুকূল বলে মনে করা হচ্ছে।

মীন– এই সপ্তাহের মধ্যম দিকটা মীন রাশির জন্য সপ্তাহের শুরু এবং শেষির থেকে বেশি ভাল। লটারি কেটে দেখতে পারেন।

(লটারি কেনা ব্যক্তিগত বিষয়। এতে আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। আনন্দবাজার অনলাইন কাউকে লটারি কেনার বিষয়ে উৎসাহ প্রদান করে না।)

আরও পড়ুন
Advertisement