Lottery Horoscope Prediction

নভেম্বর মাসের শেষ সপ্তাহে কোন কোন রাশির জাতক-জাতিকারা লটারি কেটে লাভবান হবেন?

আমরা অনেকেই নানা মাধ্যম থেকে অর্থ উপার্জন করার চেষ্টা করে থাকি। লটারিও হচ্ছে সেই রকমই একটা মাধ্যম।

Advertisement
শ্রীমতী অপালা
শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৪ ০৭:১৬
Zodiac signs most likely to win lottery on the last week of November from 23rd to 30th

—প্রতীকী ছবি।

অর্থের প্রয়োজন সকলেরই রয়েছে। অর্থ ছাড়া আমাদের জীবন অচল। আমাদের হাতে যখন অর্থ থাকে, তখন আমাদের আত্মবিশ্বাসও বেশি থাকে। আমরা অনেকেই নানা মাধ্যম থেকে অর্থ উপার্জন করার চেষ্টা করে থাকি। লটারিও হচ্ছে সেই রকমই একটা মাধ্যম। লটারির টিকিট কেটে কম সময়ের মধ্যেই অর্থ উপার্জন করা যেতে পারে। তাই এই সপ্তাহে কোন কোন রাশির লটারি প্রাপ্তির যোগ রয়েছে জেনে নিন।

Advertisement

মেষ: এই সপ্তাহে মেষ রাশির জাতকদের অর্থপ্রাপ্তির বিশেষ কোনও যোগ নেই। খুব ভেবেচিন্তে লটারির দিকে এগোবেন।

বৃষ: বৃষ রাশির ব্যক্তিরা সপ্তাহের শেষের দিকে লটারির টিকিট কেটে দেখতে পারেন।

মিথুন: নভেম্বরের শেষ সপ্তাহের শুরুতে মিথুন রাশির জাতক-জাতিকারা এক বার চেষ্টা করে দেখতে পারেন, শেষের দিকে লটারি কাটবেন না।

কর্কট: গোটা সপ্তাহ জুড়েই কর্কট রাশির লোকেদের অর্থভাগ্য খুব ভাল রয়েছে। যে কোনও সময়েই লটারি কেটে দেখতে পারেন।

সিংহ: সিংহ রাশির জাতক-জাতিকারা খুব বেশি অঙ্কের লটারি কাটতে যাবেন না। লাভের বদলে লোকসান হয়ে যাওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে।

কন্যা: সপ্তাহের মধ্যভাগে কন্যা রাশির লোকেরা এক বার চেষ্টা করে দেখতে পারেন।

তুলা: অর্থভাগ্যের ক্ষেত্রে তুলা রাশির জাতক-জাতিকারা এই সপ্তাহে খারাপের দিকেই রয়েছেন। কম অঙ্কের লটারি কেটে দেখতে পারেন।

বৃশ্চিক: বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের এই সপ্তাহের অর্থভাগ্য ভাল-মন্দ মিশিয়ে রয়েছে। ভাগ্য পরখ করতে চাইলে এক বার লটারি কেটে দেখতে পারেন।

ধনু: এই সপ্তাহে ধনু রাশির জাতক-জাতিকাদের জন্য অর্থভাগ্য বেশ ভাল দেখা যাচ্ছে। এক বার লটারি কেটে দেখতে পারেন।

মকর: মকর রাশির ব্যক্তিরা এই সপ্তাহে অর্থের দিকে লাভবান হলেও হতে পারেন।

কুম্ভ: নভেম্বরের শেষ সপ্তাহে কুম্ভ রাশির লোকেদের অর্থভাগ্য মোটামুটি দেখা যাচ্ছে। ভাগ্য পরখ করতে চাইলে এক বার লটারি কেটে দেখতে পারেন।

মীন: মীন রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে গোটা সপ্তাহ জুড়েই অর্থভাগ্য ভাল থাকবে।


(লটারি কেনা ব্যক্তিগত বিষয়। এতে আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। আনন্দবাজার অনলাইন কাউকে লটারি কেনার বিষয়ে উৎসাহ প্রদান করে না।)

আরও পড়ুন
Advertisement