Mala Maas

মল মাস কী? এ সময়ে কোন কোন কাজ করতে নেই?

৩২ মাস অন্তর ৩০ দিন বা এক মাস বৃদ্ধি হয়। এই বৃদ্ধি মাসই অধিক মাস। অধিক মাসই মল মাস এবং পুরুষোত্তম মাস নামে পরিচিত।

Advertisement
সুপ্রিয় মিত্র
কলকাতা শেষ আপডেট: ২৪ জুলাই ২০২৩ ১৯:০১
Calender

ছবি: সংগৃহীত।

চন্দ্র এবং সূর্যের গতির হিসাবের সমতা রক্ষার মাস মল মাস। প্রত্যেক বৎসরে চন্দ্রবর্ষ এবং সৌরবর্ষের হিসাবে কম-বেশি ১১.১৮ দিনের পার্থক্য হয়। এই পার্থক্য হিসাবে সাধারণত প্রত্যেক ৩২ মাস অন্তর ৩০ দিন বা এক মাস বৃদ্ধি হয়। এই বৃদ্ধি মাসই অধিক মাস। অধিক মাসই মল মাস এবং পুরুষোত্তম মাস নামে পরিচিত।বর্ষ পঞ্জিকা সাধারণত সূর্য এবং চন্দ্রের গতি ভিত্তিক অর্থাৎ, সূর্য এবং চন্দ্রের গতির উপর নির্ভর করে গণনা করা হয়। তিথি এবং নক্ষত্রের হিসাব সাধারণত চন্দ্রের গতির উপর নির্ভর করে হয়। সূর্য এবং চন্দ্রের দূরত্বের ব্যবধান যখন ০ ডিগ্রি, তখন অমাবস্যা। প্রত্যেক ১২ ডিগ্রির ব্যবধানে তিথির পরিবর্তন হয়। এবং মেষ রাশির প্রথম ডিগ্রি হইতে প্রত্যেক ১৩ ডিগ্রি ২০ মিনিটের ব্যবধানে (চন্দ্রের) নক্ষেত্রের পরিবর্তন হয়। প্রত্যেক চন্দ্রমাস ২৯.৫৪ দিনে। চন্দ্রবর্ষ ৩৫৪.৩৬ দিনে।

Advertisement

সূর্য প্রত্যেক রাশিতে কমবেশি ৩০ দিন ১০ ঘণ্টা অবস্থান করে। মেষ রাশি থেকে শুরু করে ১২ রাশি ভ্রমণ করে পুনরায় মেষ রাশিতে ফিরতে সময় লাগে ৩৬৫.৫৪ দিন। অর্থাৎ, সৌরবর্ষ ৩৬৫.৫৪ দিনে। পৃথিবী নিজ কক্ষপথে ভ্রমণ করতে সময় লাগে ৩৬৫.৬৯ দিন। অর্থাৎ, প্রত্যেক বছরের শেষে চন্দ্রবর্ষ এবং সৌরবর্ষে কমবেশি ১১ দিনের পার্থক্য। মলমাসে শুভ কর্ম যেমন বিবাহ, অন্নপ্রাশন, গৃহ ক্রয়, গৃহপ্রবেশ, শুভ বস্তু ক্রয় করা হয় না। তবে পুরুষোত্তম মাস ভগবান শ্রী বিষ্ণুর পূজা এবং ধর্ম শাস্ত্র পাঠের পক্ষে প্রশস্ত মাস এবং এই কার্যে শুভ ফল প্রাপ্ত হয়।

আরও পড়ুন
Advertisement