Astrological Tips

আপনার আয়ক্ষেত্র কতটা শুভ? হাতের তালু দেখে কী ভাবে তা বোঝা যায়? কী বলে জ্যোতিষশাস্ত্র?

হাতের তালুর রেখা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নির্দেশ দেয়। আমাদের আয়ক্ষেত্র কতটা শুভ কিংবা অশুভ, তার জানান দিতে পারে এই রেখা।

Advertisement
সুপ্রিয় মিত্র
শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২৩ ১৪:৩৮
Photograph of Palm.

আপনার আয়ক্ষেত্র কেমন যাবে দেবে হাতের রেখা। ছবি: সংগৃহীত।

আমাদের জীবনে হস্তরেখা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হাতের তালুর গঠন, বিভিন্ন রেখা, গ্রহের ক্ষেত্রর বিভিন্ন লক্ষণ দেখে বিভিন্ন বিষয়ে ইঙ্গিত মেলে। তেমনই জাতক-জাতিকার আয়ক্ষেত্র কেমন হবে, তারও নির্দেশ দেয় হাতের রেখা।

Advertisement

কোন লক্ষ কেমন ধরনের আয় বা আয়ের বিষয়ে কী নির্দেশ করে?

আয়ুরেখা বা ঊর্ধ্বরেখা চন্দ্রের স্থান থেকে উঠে, শিররেখা ও হৃদয়রেখাকে ভেদ করে সোজা ভাবে শনি বা বৃহস্পতিতে উঠলে জাতকের প্রচুর আয় হয়ে থাকে।

উভয় হাতের তালু বুধের উচ্চস্থান এবং ভাগ্যরেখা থেকে একটি শাখা সেই স্থানে গমন করলে, জাতক নিজ বুদ্ধির সাহায্যে প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন।

অনামিকার তৃতীয় পর্বে অভগ্ন ঊর্ধ্বরেখা থাকলে এবং একটি রেখা দ্বিতীয় পর্বে উঠে গেলে, জাতক প্রচুর অর্থ আয় করতে পারবেন।

মনিবন্ধ হতে কোনও রেখা উঠলে আয়ু রেখাকে স্পর্শ করে বুধের স্থানে গমন করলে, জাতক বা জাতিকা ব্যবসার দ্বারা প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন। এঁদের জলযান দ্বারাও প্রচুর লাভ হয়ে থাকে।

বুধের রেখা স্পষ্ট এবং রবির রেখা স্পষ্ট হলে জাতক প্রচুর অর্থ উপার্জন করেন।

অনামিকা এবং কনিষ্ঠা আঙুলে স্পষ্ট মুদ্রা চিহ্ন থাকলে জাতক-জাতিকা প্রচুর অর্থ উপার্জন করে থাকেন।

Advertisement
আরও পড়ুন