Vastu Tips

দেওয়ালে ক্যালেন্ডার রাখার শখ রয়েছে? কোন দেওয়ালে কোন ছবি যুক্ত ক্যালেন্ডার টাঙানো শুভ?

বাস্তুশাস্ত্র মতে ক্যালেন্ডারের সব ছবি যে কোনও দেওয়ালে ঝোলানো যায় না, ছবি অনুযায়ী সঠিক দেওয়াল নির্বাচন করে তবেই ক্যালেন্ডার ঝোলাতে হবে।

Advertisement
শ্রীমতী অপালা
শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৪ ০৭:০০

—প্রতীকী ছবি।

নতুন বছরের শুরুতে ক্যালেন্ডার পেলে আমরা তা আনন্দের সঙ্গে দেওয়ালে ঝুলিয়ে রাখি। এটি আমাদের সারা বছর নানা দিনক্ষণ দেখার কাজে লাগে। এর ফলে সারা বছরই আমরা ঘরের দেওয়ালে তা রেখে দিই। ক্যালেন্ডারে দেবতা-সহ নানা প্রকার ছবি দেওয়া থাকে। বাস্তুশাস্ত্র মতে ক্যালেন্ডারের সব ছবি যে কোনও দেওয়ালে ঝোলানো যায় না। ছবি অনুযায়ী সঠিক দেওয়াল নির্বাচন করে তবেই ক্যালেন্ডার ঝোলাতে হবে। না হলে গৃহস্থে মঙ্গলের বদলে অমঙ্গলই বেশি হবে।

Advertisement

ক্যালেন্ডারের কোন ছবি কোন দেওয়ালের জন্য সঠিক—

রাধাকৃষ্ণের ছবি: রাধাকৃষ্ণের ছবি বেডরুমে ঝোলানো শুভ বলে মনে করা হয়। এই ছবি পূর্ব দিকের দেওয়ালে টাঙাতে হবে। এর ফলে দম্পতির মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে।

মা দুর্গা: মা দুর্গার ছবি ঘরের যে কোনও দেওয়ালে ঝোলানো যেতে পারে। কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে মায়ের বাহন সিংহের মুখ যেন খোলা না থাকে, সিংহের মুখ বন্ধ করা ছবি টাঙাতে হবে।

উদিত সূর্যের ছবি: ডাইনিংয়ের পশ্চিম দিকের দেওয়ালে উদিত সূর্যের ছবি ঝোলাতে হবে।

হাতির ছবি: ঘরের দক্ষিণ দিকের দেওয়ালে হাতির ছবি টাঙাতে পারেন।

জোড়া পাখির ছবি: দক্ষিণ-পশ্চিম দিকের দেওয়ালে কোণের দিকে জোড়া পাখির ছবি ঝোলানো শুভ।

হনুমানজির ছবি: হনুমানজির ছবির মুখ যেন দক্ষিণ দিকে থাকে। না হলে উপকারের থেকে অপকার বেশি হবে।

রামায়ণ, মহাভারত সম্পর্কিত ছবি: রামায়ণ এবং মহাভারতের যুদ্ধের ছবি ঘরের ভিতরে রাখা যাবে না।

গণেশের ছবি: ঘরের প্রধান দরজার ওপরে গণেশের ছবি রাখতে হবে।

ঘোড়ার ছবি: উত্তর দিকের দেওয়ালে ঘোড়ার ছবি ঝোলাতে হবে।

প্রাকৃতিক দৃশ্য: উত্তর এবং পশ্চিম দিকের দেওয়ালে প্রাকৃতিক দৃশ্যের ছবি রাখা শুভ।

ফুলের ছবি: যে কোনও দেওয়ালে ফুলের ছবি রাখা যেতে পারে।

Advertisement
আরও পড়ুন