Astrological Benefits of Cardamom

রান্নার মান বৃদ্ধির সঙ্গে সঙ্গে জন্মছকে বুধের স্থান উন্নত করতেও কার্যকরী এলাচ, মেনে চলুন সাত টোটকা

জ্যোতিষশাস্ত্র মতে এলাচ দিয়ে বিশেষ কিছু কাজ করলে এবং তা সঠিক ভাবে পালন করলে খুবই উপকার পাওয়া যায়।

Advertisement
শ্রীমতী অপালা
শেষ আপডেট: ২৪ মার্চ ২০২৫ ০৭:২৬
cardamom

—প্রতীকী ছবি।

বুধ আমাদের বুদ্ধির কারক গ্রহ, আবার অন্য দিকে বুধ ব্যবসারও কারক গ্রহ। এই দু’দিকেই যদি শুভ প্রভাব বজায় রাখতে হয়, তা হলে প্রথমেই প্রয়োজন কী ভাবে বুধ গ্রহকে সবল রাখা যায় সেই উপায়গুলি পালন করা। বুধ গ্রহের শুভ প্রভাবের ফলে আমরা যেমন সুবুদ্ধির দ্বারা সব কাজ সঠিক ভাবে করতে পারি, তেমনই ব্যবসাও ভাল চলে। ব্যবসা যদি ঠিকঠাক অবস্থায় থাকে, জীবনের অনেকটা অংশই ঠিক থাকে। জ্যোতিষশাস্ত্র মতে এলাচ দিয়ে বিশেষ কিছু কাজ করলে এবং তা সঠিক ভাবে পালন করলে খুবই উপকার পাওয়া যায়।

Advertisement

দেখে নেব উপায়গুলো কী কী:

১) বুধ গ্রহের শুভ প্রভাব পেতে একটি সবুজ রুমালে তিনটি এলাচ বেঁধে সব সময় নিজের কাছে রাখুন। ব্যবসার কাজে যাওয়ার সময় সেই রুমালটা অবশ্যই আপনার সঙ্গে করে নিয়ে যান। কত ভাল ফল পান দেখুন।

২) সন্তান যদি লেখাপড়া করতে না চায়, তা হলে পাঁচটা এলাচ তার বইয়ের ব্যাগে রেখে দিন। এর ফলে লেখাপড়ায় মনোযোগ বৃদ্ধি পাবে এবং খুব ভাল লেখাপড়া হবে।

৩) যে কোনও গুরুত্বপূর্ণ কাজে যাওয়ার আগে একটা এলাচ নিজের পকেটে বা মানিব্যাগে রেখে দিন, এতে খুব ভাল ফল পাওয়া যাবে।

৪) প্রতি বুধবার বাড়ির প্রত্যেকটি সদস্য সকালবেলা বা সারা দিনের মধ্যে যে কোনও সময় একটা করে এলাচ খাওয়া শুরু করে দিন। শুভ ফল পেতে লেখাপড়ার সঙ্গে যুক্ত জাতক-জাতিকারা এবং চাকুরিজীবীরা এই কাজটি অবশ্যই করবেন।

৫) সম্ভব হলে প্রতি সপ্তাহের বুধবার করে যে কোনও মন্দিরে বা যে কোনও মানুষকে কিছুটা এলাচ দান করুন।

৬) বুধবার বাড়িতে যে কোনও মিষ্টি তৈরি করুন এবং তার মধ্যে এলাচ দিয়ে বাড়ির প্রত্যেক সদস্যকে খাওয়ান।

৭) প্রতি বুধবার স্নানের জলে এলাচ দিয়ে স্নান করুন। স্নান করার কিছু ক্ষণ আগে স্নানের জলে একটি এলাচ দিয়ে রাখুন, তার পর স্নান করার সময় সেটা জলের সঙ্গে মিশিয়ে স্নান করে ফেলুন।

Advertisement
আরও পড়ুন