Childern

Parenting Tips: সন্তানের লেখাপড়ার বিষয়ে কিছু জরুরি টোটকা

জরুরি কয়েকটি টোটকা যদি ঠিক ভাবে মেনে চলা যায়, তা হলে দ্রুত সন্তানের লেখাপড়ায় উন্নতি হবে।

Advertisement
শ্রীমতী অপালা
শেষ আপডেট: ২৩ অগস্ট ২০২২ ১১:১৮
অধ্যয়নকক্ষে টেবিল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখলে অধ্যয়নে ভাল মন বসে।

অধ্যয়নকক্ষে টেবিল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখলে অধ্যয়নে ভাল মন বসে। ছবি-প্রতীকী

জ্যোতিষ শাস্ত্র মতে, বৃহস্পতি জ্ঞান, বুধ হল বুদ্ধি এবং চন্দ্র হল মনের কারক গ্রহ। এ তিনটি গ্রহ যদি ঠিকঠাক অবস্থায় জন্মছকে অবস্থান করে, তা হলে লেখাপড়ায় মন বসবে। কিন্তু অনেক সময়ে দেখা যায়, এ সকল গ্রহ জন্মছকে ঠিকঠাক অবস্থায় থেকেও আপনার সন্তানের লেখাপড়ায় মন বসছে না। সে ক্ষেত্রে এক বার নজর দেওয়া প্রয়োজন পড়ার ঘরের দিকে। দেখতে হবে, লেখাপড়ার স্থানটি ঠিক আছে কি না। জরুরি কয়েকটি টোটকা যদি ঠিক ভাবে মেনে চলা যায়, তা হলে দ্রুত সন্তানের লেখাপড়ায় উন্নতি হবে।

Advertisement

টোটকা—

১) পড়তে বসার আগে সরস্বতীদেবীর মন্ত্র জপ করা উচিত।

২) কোনও সময়ে পশ্চিম বা দক্ষিণ দিকে মুখ করে অধ্যয়ন করা উচিত নয়। অধ্যয়নকক্ষে যতটা বেশি সম্ভব, আলো আসার ব্যবস্থা রাখা উচিত।

৩) নিয়ম অনুযায়ী, অধ্যয়নকক্ষে টেবিল পূর্ব দিকে রাখে। তা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখলে অধ্যয়নে ভাল মন বসে।

৪) বুধ যদি রাশিচক্রে বলবান হয়, তাঁদের অধ্যয়নকক্ষের উত্তর দিকে টেবিল এবং উত্তর দিকে মুখ করে পড়তে বসতে হয়।

৫) বৃহস্পতি যদি রাশিচক্রে বলবান হয়, তাদের পড়ার টেবিল রাখা উচিত ঈশান কোণে। এবং পূর্ব দিকে মুখ করে পড়তে বসা খুব ভাল।

৬) শুক্র যদি বলবান হয়, তাদের অধ্যয়নকক্ষে টেবিল রাখা উচিত উত্তর দিকে বা পূর্ব দিকে। সে দিকেই মুখ করে পড়তে বসলে পড়ায় খুব ভাল মন বসে।

৭) অধ্যয়নকক্ষে সুন্দর চিত্র টাঙানো থাকবে। দেবদেবীর চিত্র টাঙানো সবচেয়ে ভাল। পড়ার টেবিলের উপর গণেশের মূর্তি রাখলে পড়ায় মন বসাতে সুবিধা হয়। মূর্তি রাখার জায়গা না থাকলে ছবি রাখা যেতে পারে।

৮) সব সময়ে পড়তে বসার আগে হাত, পা, মুখ জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হয়।

Advertisement
আরও পড়ুন