Durga Puja 2024 gifts

এই দুর্গাপুজোয় আপনজনকে কী উপহার দেবেন ভাবছেন? রাশি অনুযায়ী উপহার দিয়ে দেখতে পারেন

প্রতি বছরই তো নানা জিনিস নিজের কাছের লোকেদের উপহার দেন, এই পুজোতে তাঁদের রাশি অনুযায়ী উপহার দিয়ে দেখুন তো। কারণ, রাশির সঙ্গে উপহারের নিবিড় সম্পর্ক রয়েছে।

Advertisement
শ্রীমতী অপালা
শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৪ ০৭:১৮
Gifts to give your dear ones this Durga Puja 2024 according to their zodiac signs

—প্রতীকী ছবি।

দুর্গাপুজো মানেই নিজের এবং আপনজনদের জন্য প্রচুর কেনাকাটা। প্রতি বছরই তো নানা জিনিস নিজের কাছের লোকেদের উপহার দেন, এই পুজোতে তাঁদের রাশি অনুযায়ী উপহার দিয়ে দেখুন তো। কারণ, রাশির সঙ্গে উপহারের নিবিড় সম্পর্ক রয়েছে। তাই উপহার দেওয়ার সময় যেমন তাঁর পছন্দ-অপছন্দ দেখতে হবে, ঠিক তেমন রাশির সঙ্গে মিলিয়েও উপহার দিতে পারলে ভাল হয়। দেখে নিন কোন রাশিকে কী উপহার দেওয়া প্রযোজ্য হবে।

Advertisement

মেষ– যে কোনও রংচঙে উজ্জ্বল ধরনের জিনিস বেছে নিতে পারেন মেষ রাশির ব্যক্তিদের জন্য। কিংবা খেলাধুলার সামগ্রীও এঁদের উপহার দেওয়া যেতে পারে।

বৃষ– বৃষ রাশির জাতক-জাতিকারা একটু দামি উপহার পেলে বেশি খুশি হন। তাই এঁদের জন্য যে কোনও দামি বিলাসবহুল উপহার দিতে পারেন।

মিথুন– এ বার পুজোতে ঘড়ি কিংবা ছোটখাটো গয়না বেছে নিতে পারেন মিথুন রাশির লোকেদের জন্য।

কর্কট– কর্কট রাশির মানুষদের বই উপহার দিলে তাঁরা খুব খুশি হন, তবে তাঁর প্রয়োজনে লাগবে সে রকম কোনও জিনিস পেলেও তাঁরা খুশি হন।

সিংহ– একটু আকর্ষণীয় উপহার পেতেই সিংহ রাশির মানুষেরা বেশি পছন্দ করেন। এঁদের জন্য জামাকাপড় একেবারে ঠিকঠাক উপহার হবে।

কন্যা– কন্যা রাশির মানুষদের সাজসজ্জার সামগ্রী দিতে পারেন। এ ছাড়া বাসনপত্র পেলেও এঁরা বেশ খুশি হন।

তুলা– ঘর সাজানোর যে কোনও সামগ্রী তুলা রাশির জাতক-জাতিকাদের জন্য উপযুক্ত উপহার হবে। এঁরা ঘর গুছিয়ে রাখতে পছন্দ করেন, তাই ঘর সাজানোর সামগ্রী পেলে এঁরা খুব খুশি হবেন।

বৃশ্চিক– হঠাৎ কোনও চমক পেতে বৃশ্চিক রাশির মানুষেরা খুবই পছন্দ করেন। সেই ক্ষেত্রে এঁদের কোনও ‘গিফট ভাউচার’ উপহার দিতে পারেন।

ধনু– ধনু রাশির জাতক-জাতিকাদের ব্যাগ উপহার দিতে পারেন। অথবা, ঘুরতে যাওয়ার টিকিটও উপহার দিতে পারেন।

মকর– যে কোনও ধাতুর আংটি মকর রাশির লোকেদের উপহার দিতে পারেন। এ ছাড়া নিত্য দিনের ব্যবহারে কাজে লাগবে সেই রকম যে কোনও জিনিসও দিতে পারেন।

কুম্ভ– কুম্ভ রাশির জন্য দামি ফুলদানি বা ফোটোফ্রেম খুব ভাল উপহার হবে।

মীন– মীন রাশির জাতক-জাতিকাদের যে কোনও শৌখিন এবং বিলাসবহুল সামগ্রী উপহার দিতে পারলে খুব ভাল হয়।

Advertisement
আরও পড়ুন