Dhanteras 2023

ধনতেরসে কোন রাশি জাতকদের কোন ধাতু কিনলে সম্পত্তি অচিরেই চারগুণ হয়ে যাবে

ধনতেরসে শুধু সোনা কিনলেই হবে না। তার সঙ্গে মেনে চলতে হবে কিছু টোটকা। তা হলে খুব সহজেই আপনি ধন-সম্পত্তি বৃদ্ধি পাবে।

Advertisement
 শ্রীমতী অপালা
শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২৩ ১৩:১২
This Dhanteras follow these tips to four fold your property.

—প্রতীকী ছবি।

নভেম্বর মাসের ১০ তারিখ ২০২৩ শুক্রবার ধনতেরস উৎসব। আমরা সকলেই জানি এই দিন খুবই শুভ একটি দিন। এই দিন বিশেষ কিছু উপাচার রয়েছে যা মানতে পারলে ভাগ্য খুলতে খুব বেশি সময় লাগবে না। এই দিন কিছু জিনিস রয়েছে যা কেনা খুবই শুভ আবার এমন কিছু জিনিস রয়েছে যা একেবারেই কিনতে নেই। এ ছাড়া এই দিন বিশেষ কিছু টোটকা করার মাধ্যমে বিশেষ ফল প্রাপ্তি করা যায়। রাশি অনুযায়ী কি কিনলে বেশি শুভ ফল পাওয়া যাবে।

Advertisement

টোটকা

১) ধনতেরসের দিন মা লক্ষ্মীর দেবীর সামনে কড়ি, গোটা হলুদ, পান, সুপারি এবং ধান দিয়ে অবশ্যই পুজো করতে হবে।

২) এই দিন নতুন জিনিস কেনা খুব শুভ বলে মানা হয়। তবে যদি সম্ভব হয় তা হলে বাড়িতে যদি কোনও শিশু থাকে তাঁর জন্য অবশ্যই কিছু কিনে আনুন।

৩) ধনতেরসের দিন কলা গাছের মূলে সর্ষের তেল, সিঁদুর, হলুদ এবং জল নিবেদন করুন।

৪) অনেকেই মনে করেন এই দিন ঝাঁটা কেনা খুব শুভ। মনে করা হয় এই দিন ঝাঁটা কিনলে পুরনো ঋণ দ্রুত শোধ হয়।

This Dhanteras follow these tips to four fold your property.

—প্রতীকী ছবি।

রাশি অনুযায়ী কি জিনিস কিনলে বেশি শুভ ফল পাওয়া যাবে

মেষ – সোনা, রুপো, বস্ত্র।

বৃষ – পিতলের জিনিস, রুপোর গহনা।

মিথুন – সোনা ও রুপো।

কর্কট — জমি, চাল, চিনি এবং বস্ত্র।

সিংহ – ঘর সাজানোর জিনিস, সোনা।

কন্যা – ঘরের আসবাবপত্র, পান্না বা সবুজ রঙের কোনও বস্ত্র।

তুলা – সুগন্ধি যেকোনো জিনিস, হীরে এবং সোনা গহনা।

বৃশ্চিক – তামার জিনিস বা লাল কোনও জিনিস বা বস্ত্র, সোনা।

ধনু – হলুদ রঙের জামা, বাসন যে কোনও ধাতুর।

মকর – সোনা রুপোর গহনা, সিল্ক জামা কাপড়।

কুম্ভ – চিনি, চাল, সোনা, রুপো, ইলেকট্রিক জিনিস।

মীন – হলুদ রঙের রত্ন, সোনা, রুপো এবং হলুদ রঙের জিনিস।

ধনতেরসের দিন এই কাজগুলো একেবারেই করতে নেই

১। এই দিন বাড়ি থেকে কাউকে নুন দেবেন না, এর ফলে নিজের বাড়ির লক্ষ্মী অন্যত্র চলে যায়।

২। এই দিন কালো রঙের কোনও জিনিস কিনবেন না। এ ছাড়া ধারালো বা লোহার কোনও জিনিস কেনা নিষিদ্ধ।

৩। এই দিন কারোর কাছ থেকে টাকা ধার করবেন না এবং কাউকে ধার দেবেন না।

আরও পড়ুন
Advertisement