Birth Chart

রাশি অনুযায়ী কোন গ্রহের কারণে প্রেম করে বিয়ে হয় এবং ভেঙে যায়

প্রেমে পড়া খুবই সহজ। কিন্তু সেই প্রেম বিয়ের পরিণতি পাবে কি না তা নিয়ে সব প্রেমিক-প্রেমিকার মনে সংশয় থাকে।

Advertisement
শ্রীমতী অপালা
শেষ আপডেট: ১৫ জুলাই ২০২২ ০৮:০৬
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

প্রেমে পড়া খুবই সহজ। কিন্তু সেই প্রেম বিয়ের পরিণতি পাবে কি না তা নিয়ে সব প্রেমিক-প্রেমিকার মনে সংশয় থাকে। আবার সব থেকে যা চিন্তার বিষয় তা হল, বিয়ে যদি হয়েও যায় তবে তা টিকবে কত দিন। প্রত্যেক রাশির ভিন্ন গ্রহের জন্য প্রেম হয় আবার ভিন্ন গ্রহের জন্য তা ভেঙেও যায়। রাশি অনুযায়ী দেখে নেব কোন গ্রহের জন্য প্রেম হয় এবং ভেঙে যায়।

মেষ– এই রাশির প্রেম রবি গ্রহের কারণে হয় এবং শনির জন্য ভেঙে যায়।

Advertisement

বৃষ– বৃষ রাশির প্রেমের সম্পর্ক মঙ্গলের জন্য হয় এবং বৃহস্পতির জন্য ভেঙে যায়।

মিথুন– এই রাশির প্রেম শুক্রের কারণে হয় এবং মঙ্গলের কারণে ভেঙে যায়।

কর্কট– এই রাশির ক্ষেত্রে প্রেমের বিবাহ সম্পর্ক টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় শনি গ্রহ।

সিংহ– সিংহ রাশির ক্ষেত্রে প্রেম করে বিয়ে করায় শনি এবং ভাঙতে সাহায্য করে বুধ।

কন্যা– কন্যা রাশির প্রেম করে বিয়ের জন্য দায়ী শনি এবং তা ভেঙে যায় মঙ্গলের কারণে।

তুলা– তুলা রাশির ক্ষেত্রে প্রেম করে বিয়ে করায় মঙ্গল এবং বৃহস্পতির কারণে তা ভেঙে যায়।

বৃশ্চিক– বৃশ্চিক রাশির প্রেম করে বিয়ে হয় শুক্রের কারণে এবং বুধের কারণে তা ভেঙে যায়।

ধনু– ধনু রাশির প্রেম করে বিয়ে হয় মঙ্গলের কারণে এবং শনির কারণে ভেঙে যায়।

মকর– এই একমাত্র রাশিতে প্রেম করে বিয়ে হওয়া এবং ভেঙে যাওয়ার জন্য দায়ী থাকে চন্দ্র।

কুম্ভ– কুম্ভ রাশির রবি গ্রহের জন্য প্রেম করে বিয়ে হয় এবং মঙ্গলের জন্য তা ভেঙে যায়।

মীন– এই রাশির ক্ষেত্রে প্রেম করে বিয়ে হয় চন্দ্রের জন্য এবং ভেঙে যায় বুধের কারণে।

Advertisement
আরও পড়ুন