—প্রতীকী ছবি।
ডিসেম্বর মাসে বৃহস্পতি বৃষ রাশিতে বক্র গতিতে অবস্থান করবে। কর্কট রাশিতে অবস্থান করবে মঙ্গল। মঙ্গল ৭ ডিসেম্বর গতি পরিবর্তন করে বক্র গতি প্রাপ্ত হবে। কন্যা রাশিতে অবস্থান কেতুর। বৃশ্চিক রাশিতে মাসের প্রথম দিন রবি, চন্দ্র এবং বুধ একসঙ্গে অবস্থান করবে। চন্দ্র কমবেশি আড়াই দিন অন্তর রাশি পরিবর্তন করবে। রবি ১৫ ডিসেম্বর রাশি পরিবর্তন করে পরবর্তী রাশি ধনুতে গমন করবে। বুধ বক্র গতিতে অবস্থান করবে, ১৬ ডিসেম্বর বুধ গতি পরিবর্তন করে সম্মুখাভিমুখ গতি প্রাপ্ত হবে। ধনু রাশিতে অবস্থান করবে শুক্র। ২ ডিসেম্বর মকর এবং ২৮ ডিসেম্বর কুম্ভ রাশিতে গমন করবে। কুম্ভ রাশিতে অবস্থান করবে শনি। মীন রাশিতে রাহু।
কোন রাশির জাতক-জাতিকারা কর্মক্ষেত্রে কেমন ফল পাবে দেখে নিন:
মেষ রাশির কর্মক্ষেত্র অধিপতির নিজক্ষেত্রে শুভ অবস্থান এই রাশির ব্যক্তিদের সফলতা এবং শুভ ফল প্রদান করবে।
বৃষ রাশির কর্মক্ষেত্র অধিপতি শনি নিজক্ষেত্রে শুভ অবস্থান করছে। বৃষ রাশির কর্মক্ষেত্রে সফলতা আসবে এবং শুভ ফল প্রাপ্ত হবে।
মিথুন রাশির কর্মক্ষেত্রে অবস্থান রাহুর। কর্মক্ষেত্র অধিপতি দ্বাদশ স্থানে অবস্থান করলেও বক্র গতির কারণে শুভ ফল লাভের সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতির প্রভাবে প্রভাবিত হওয়ার কারণে কর্কট রাশির কর্মক্ষেত্রে শুভ ফল প্রাপ্ত হবে।
কর্মক্ষেত্রে বৃহস্পতির অবস্থানের ফলে সিংহ রাশির ব্যক্তিরা শুভ ফল পাবেন। রবির সঙ্গে দৃষ্টি সম্পর্কের কারণে মাসের প্রথম ভাগে সামান্য সমস্যা সৃষ্টি হলেও তা পরবর্তী ভাগে মিটে যাবে।
কন্যা রাশির কর্মক্ষেত্রে মিশ্র ফল প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। মাসের প্রথম কয়েক দিন সফলতা প্রাপ্ত হলেও, পরবর্তী সময় মিশ্র ফল প্রাপ্ত হবে।
মঙ্গল তুলা রাশির কর্মক্ষেত্রে অবস্থান করছে এবং রাহুর সঙ্গে দৃষ্টি সম্পর্ক রয়েছে। শুক্রের সঙ্গেও সম্পর্ক রয়েছে। কর্মক্ষেত্রে গতানুগতিক ফল প্রাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে। ফলে বিশেষ শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা কম।
বৃশ্চিক রাশির কর্মক্ষেত্রের সঙ্গে শনির দৃষ্টি সম্পর্ক রয়েছে। কর্মক্ষেত্রে অধিপতির অবস্থান শুভ হলেও শনির দৃষ্টির কারণে সফলতা প্রাপ্তির সম্ভাবনা কম।
ধনু রাশির কর্মক্ষেত্রে অবস্থান কেতুর এবং বৃহস্পতির সঙ্গে দৃষ্টি সম্পর্ক রয়েছে। বৃহস্পতির দৃষ্টির কারণে সামান্য শুভ ফল প্রাপ্ত হবে। আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে শুভ।
বৃহস্পতির বক্র গতির কারণে মকর রাশির কর্মক্ষেত্রে শুভ ফল প্রাপ্ত হবে।
মাসের প্রথম ভাগে কুম্ভ রাশির কর্মক্ষেত্রে সামান্য সমস্যা থাকলেও, পরবর্তী ভাগ শুভ।
মীন রাশির কর্মক্ষেত্রে মাসের প্রথম ভাগে শুভ ফল প্রাপ্ত হলেও, পরবর্তী ভাগে সামান্য কিছু সমস্যা সৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে।