Astrological Tips

ডিসেম্বরের শীতে কোন রাশির জাতকদের দাম্পত্যে আসবে উষ্ণতা? কাদের জীবনে আসবে চরম অশান্তি?

দাম্পত্যের সুতো বড় সূক্ষ্ম। কার ভাগ্যে কী আছে, বোঝা দায়। তবে জ্যোতিষের পরামর্শ জানা থাকলে জীবন আর একটু সুখকর হতে পারে।

Advertisement
সুপ্রিয় মিত্র
শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৩ ১৯:৫৫
How will your conjugal life be on the month of December according to your zodiac signs.

—প্রতীকী ছবি।

মেষ রাশির দাম্পত্য সুখের ক্ষেত্র অধিপতির নিজ ক্ষেত্রে অবস্থান, দৃষ্টি সম্পর্ক বৃহস্পতির সহিত, দাম্পত্য সুখের ক্ষেত্রে খুবই শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা। প্রেম প্রীতির ক্ষেত্রেও শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা।

Advertisement

বৃষ রাশির দাম্পত্য সুখের ক্ষেত্র অধিপতির নিজ ক্ষেত্রে অবস্থান হলেও সহাবস্থান রবির। দাম্পত্য সুখের ক্ষেত্রে মাসের প্রথম অর্ধে মিশ্র ফল প্রাপ্ত হলেও শেষ অর্ধ শুভ। প্রেম প্রীতির ক্ষেত্রে শুভফল প্রাপ্তির সম্ভাবনা কম।

মিথুন রাশির দাম্পত্য সুখের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা। মাসের দ্বিতীয় অর্ধে রবির রাশি পরিবর্তনের সহিত ফলের ও পরিবর্তন ঘটবে। প্রেম প্রীতির ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা।

কর্কট রাশির দাম্পত্য সুখের ক্ষেত্র অধিপতির নিজ ক্ষেত্রে শুভ অবস্থান দাম্পত্য সুখের ক্ষেত্রে শুভ ফল দান করবে। প্রেম প্রীতির ক্ষেত্রে মাসের প্রথম অর্ধে মধ্যম বা মিশ্র ফল প্রাপ্ত হলেও পরবর্তী অর্ধ শুভ।

সিংহ রাশির দাম্পত্য সুখের ক্ষেত্রে অবস্থান ক্ষেত্র অধিপতির। দাম্পত্য সুখের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা। প্রেম প্রীতির ক্ষেত্র শুভ হলেও মাসের দ্বিতীয় অর্ধে সমস্যা সৃষ্টির সম্ভাবনা।

কন্যা রাশির দাম্পত্য সুখের ক্ষেত্রে অবস্থান রাহুর। দাম্পত্য সুখের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা কম। প্রেম প্রীতির ক্ষেত্র শুভ।

তুলা রাশির দাম্পত্য সুখের ক্ষেত্রে অবস্থান বৃহস্পতির, ক্ষেত্র অধিপতির নিজ ক্ষেত্রে শুভ অবস্থান। দাম্পত্য সুখের ক্ষেত্রে শুভ ফল দান করবে। প্রেম প্রীতির ক্ষেত্রেও শুভফল প্রাপ্তির সম্ভাবনা।

বৃশ্চিক রাশির দাম্পত্য সুখের ক্ষেত্র অধিপতির নিজ ক্ষেত্রে শুভ অবস্থান , দাম্পত্য সুখের ক্ষেত্রে শুভফল দান করবে। প্রেম প্রীতির ক্ষেত্রে শুভফল প্রাপ্তির সম্ভাবনা কম।

ধনু রাশির দাম্পত্য সুখের ক্ষেত্রে মাসের প্রথম অর্ধ শুভ হলেও পরবর্তী অর্ধে শুভফল প্রাপ্তির সম্ভাবনা কম। প্রেম প্রীতির ক্ষেত্রে শুভফল প্রাপ্তির সম্ভাবনা।

মকর রাশির দাম্পত্য সুখের ক্ষেত্রের সহিত দৃষ্টি সম্পর্ক রাহুর । দাম্পত্য সুখের ক্ষেত্রে শুভফল প্রাপ্তির সম্ভাবনা কম। প্রেম প্রীতির ক্ষেত্রে মাসের প্রথম অর্ধ শুভ হলেও পরবর্তী অর্ধে সমস্যার সম্ভাবনা।

কুম্ভ রাশির দাম্পত্য সুখের ক্ষেত্রের সহিত দৃষ্টি সম্পর্ক বৃহস্পতির। ক্ষেত্র অধিপতির শুভ অবস্থান দাম্পত্য সুখের ক্ষেত্রে শুভফল দান করবে। প্রেম প্রীতির ক্ষেত্রে মাসের প্রথম অর্ধ শুভ হলেও পরবর্তী অর্ধে শুভফল প্রাপ্তির সম্ভাবনা কম।

মীন রাশির দাম্পত্য সুখের ক্ষেত্রে শুভফল প্রাপ্তির সম্ভাবনা খুবই কম। প্রেম প্রীতির ক্ষেত্রও শুভ বলা যায় না।

Advertisement
আরও পড়ুন