Astrological Predictions

দাম্পত্য জীবনের ক্ষেত্রে কোন রাশির মানুষ সুখী হবেন মে মাসে?

আপনার রাশি বলে দেবে এই মে মাসে আপনার দাম্পত্য জীবনে কতটা সুখ, কতটা অসুখ।

Advertisement
সুপ্রিয় মিত্র
শেষ আপডেট: ০৭ মে ২০২৪ ১৪:৫২
How will the married life of people of any zodiac sign be spent in the month of May

—প্রতীকী ছবি।

মেষ রাশির দাম্পত্য সুখের ক্ষেত্রের সঙ্গে ক্ষেত্র অধিপতির দৃষ্টি সম্পর্ক। দাম্পত্য সম্পর্কে শুভ ফল প্রাপ্ত হলেও উত্তেজনা, বাকবিতণ্ডা থাকবে। মাসের দ্বিতীয় অর্ধে ফলের পরিবর্তন ঘটবে। প্রেম, প্রীতির ক্ষেত্রেও মাসের প্রথম অর্ধ শুভ।

Advertisement

বৃষ রাশির দাম্পত্য সুখের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্ত হবে। প্রেম, প্রীতির ক্ষেত্রেও শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা।

মিথুন রাশির দাম্পত্য সুখের ক্ষেত্র অধিপতির অবস্থান অনুযায়ী মধ্যম বা মিশ্র ফল প্রাপ্তির সম্ভাবনা। প্রেম প্রীতির ক্ষেত্রে মাসের প্রথম অর্ধ শুভ হলেও পরবর্তী অর্ধে ফলের পরিবর্তন ঘটবে।

কর্কট রাশির দাম্পত্য সুখের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তি হবে। প্রেম, প্রীতির ক্ষেত্রেও শুভ ফল প্রাপ্ত হবে।

সিংহ রাশির দাম্পত্য সুখে ক্ষেত্র অধিপতির নিজ ক্ষেত্রে শুভ অবস্থান দাম্পত্য জীবনে শুভ ফল দান করবে। প্রেম, প্রীতির ক্ষেত্রে মিশ্র ফল আশা করা যায়।

কন্যা রাশির দাম্পত্য সুখের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা কম। প্রেম, প্রীতির ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তি হবে।

তুলা রাশির দাম্পত্য সুখের ক্ষেত্রে মাসের প্রথম অর্ধে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা খুবই কম। দ্বিতীয় অর্ধে ফলের পরিবর্তন ঘটবে। প্রেম, প্রীতির ক্ষেত্রে শুভ ফল প্রাপ্ত হবে।

বৃশ্চিক রাশির দাম্পত্য সুখের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্ত হবে। বিশেষ শুভ মাসের দ্বিতীয় অর্ধে। প্রেম, প্রীতির ক্ষেত্র শুভ।

ধনু রাশির দাম্পত্য সুখের ক্ষেত্রে মিশ্র ফল প্রাপ্তির সম্ভাবনা। প্রেম, প্রীতির ক্ষেত্রে মাসের প্রথম অর্ধ মধ্যম হলেও পরবর্তী অর্ধে ফলের পরিবর্তন ঘটবে।

মকর রাশির দাম্পত্য সুখের ক্ষেত্র শুভ। প্রেম, প্রীতির ক্ষেত্রেও শুভ ফল প্রাপ্ত হবে।

কুম্ভ রাশির দাম্পত্য সুখের ক্ষেত্রে মাসের প্রথম অর্ধ খুবই শুভ। পরবর্তী অর্ধে ফলের পরিবর্তন ঘটবে। প্রেম, প্রীতির ক্ষেত্রে আশানুরূপ শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা কম।

মীন রাশির দাম্পত্য সুখের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তি হবে। প্রেম, প্রীতির ক্ষেত্রেও শুভ বলা যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement