Astrological Predictions

এই মে মাসে কোন রাশির মানুষ কেমন আয় করবেন

এই মে মাসে কোন রাশির আয়ের ক্ষেত্র কেমন, জেনে নিন।

Advertisement
সুপ্রিয় মিত্র
শেষ আপডেট: ০৩ মে ২০২৪ ১৯:৫৪
In this month of May people of which zodiac sign will earn how much

—প্রতীকী ছবি।

মেষ রাশির আয়ক্ষেত্র অধিপতির শুভ অবস্থান। আয়ের ক্ষেত্রে সফলতা দান করবে।

Advertisement

বৃষ রাশির আয়ক্ষেত্র অধিপতির অবস্থান শুভ বলা যায় না। বৃষ রাশির আয়ের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা কম। হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা।

মিথুন রাশির আয়ক্ষেত্র অধিপতির অবস্থান রাহুর সহিত। আয়ের ক্ষেত্রে শুভ ফলপ্রাপ্তির সম্ভাবনা কম।

কর্কট রাশির আয়ক্ষেত্রে অবস্থান বৃহস্পতির। কর্কট রাশির আয়ের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্ত হবে। মাসের দ্বিতীয় অর্ধে ফলের সামান্য পরিবর্তন ঘটবে।

সিংহ রাশির আয়ের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা।

কন্যা রাশির আয়ের ক্ষেত্রের সহিত দৃষ্টি সম্পর্ক রাহুর। আয়ক্ষেত্রে পূর্ণ শুভ ফল এবংপূর্ণ সফলতা প্রাপ্তির সম্ভাবনা কম।

তুলা রাশির আয়ক্ষেত্রের সহিত দৃষ্টি সম্পর্ক শনির। ক্ষেত্র অধিপতির অবস্থান অনুযায়ী মাসের প্রথম অর্ধে শুভ ফল প্রাপ্ত হলেও দ্বিতীয় অর্ধে আয়ক্ষেত্রে সফলতা এবংশুভ ফল প্রাপ্তির সম্ভাবনা কম।

বৃশ্চিক রাশির আয়ক্ষেত্রের সহিত দৃষ্টি সম্পর্ক বৃহস্পতি, রাহু, মঙ্গল এবং বুধের। আয়েরক্ষেত্র শুভ হলেও ঝুঁকি বর্জন করাই ভাল।

ধনু রাশির আয়ক্ষেত্র অধিপতির অবস্থান অনুযায়ী মাসের প্রথম অর্ধর তুলনায় দ্বিতীয় অর্ধে আয়ের ক্ষেত্রে শুভফল প্রাপ্ত হবে।

মকর রাশির আয়ক্ষেত্রের সহিত দৃষ্টি সম্পর্ক শনি এবং বৃহস্পতির। আয়ক্ষেত্র অধিপতির অবস্থান রাহুর সহিত। মকর রাশির আয়ের ক্ষেত্র শুভ।

কুম্ভ রাশির আয়ক্ষেত্র অধিপতির অবস্থান অনুযায়ী মধ্যম বা মিশ্রফল প্রাপ্তির সম্ভাবনা।

মীন রাশির আয়ক্ষেত্র অধিপতির নিজ ক্ষেত্রে শুভ অবস্থান। আয়ক্ষেত্রের সহিত দৃষ্টি সম্পর্ক বৃহস্পতির। আয়ের ক্ষেত্রে খুবই শুভফল প্রাপ্ত হবে।

Advertisement
আরও পড়ুন